একটি বাস্তবতা বিবর্জিত গল্প

750 18 0
                                    

  খানিকটা অবাক হয়েই নিশির দিকে তাকালাম । আজ মেয়েটাকে এমন কেন লাগছে ! নিশিকে বললাম
-এমন কেন লাগছে তোমাকে আজ ?
-কেমন লাগছে ?
এই বলে নিশি হাসলো একটু ! কেমন প্রাণহীন আর বিষন্ন হাসি ! এর কি শরীর খারাপ করলো !
জ্বরটর আসে নি তো
-শরীর খারাপ না তো তোমার ?
-নাহ । আমি ভাল আছি !
-কই এদিকে এসো !
রোজার মাস ! এভাবে গার্লফ্রেন্ডের কপালে হাত রাখা ঠিক না । কিন্তু তবুও হাত দিয়েই ফেললাম ।
কই নাতো । জ্বর তো আসে নি ! তাহলে ?
আজ নিশিকে আসলেই কেমন মন মরা লগছে ! অন্য দিন মেয়েটা কি প্রান চঞ্চল থাকে ! কিন্তু আজ সকাল থেকেই দেখছি নিশি কেমন বিষন্ন আচরন করছে ?
কি হল মেয়েটার ?
কিছু বলছেও না ।
এখন ভর দুপুর ! আর ক্লাসও নাই । ওকে নিয়ে পুকুর পাড়ের দিকে হাটা দিলাম ! এদিকটাতে রোদ কম ! কিছু বসে গল্প করলে হয়তো ওর মনটা ভাল লাগবে !
একে পাশে নিয়ে হাটছি এমন সময় নিশি কেমন যেন একটু নড়ে উঠল । আমার প্রথমে মনে হল কিছু না । কিন্তু পরমুহূর্তেই বুঝতে পারলাম ও মাথা ঘুরে পরে যাচ্ছে ! ওর একদম কাছে ছিলাম, নয়তো ঠিক মত ধরতে পারতাম না । ওকে যখন আবার ঠিক মত দাড় করালাম দেখলাম এর হাত কাঁপছে !
-কি হয়েছে তোমার ? এমন হাত কাঁপছে কেন ?
নিশি প্রথমে কিছু বলতে চাইল না । কেমন একটা লজ্জার আচঁ দেখলাম ওর মুখে !
আশ্চর্য ! ও যে মাথা ঘুরে পরে যাচ্ছিল এটা তে ও খানিকটা লজ্জা অনুভব করছে
-কি হয়েছে বল ?
আবার ওকে জিজ্ঞেস করলাম । এবার একটু কঠিন ভাবেই । নিশি খানিক্ষন ইতস্ততঃ করলো । তারপর বলল
-রোজা আছি তো ?
আমি খানিকটা ধাক্কার মত খেলাম । নিশির একদমই খিদে সহ্য হয় না । ও রোজা আছে !!!
-রোজা থাকতে কে বলেছে ?
নিশি নিচের দিকে তাকিয়ে বলল
-তুমি সেদিন বললে না রোজা রাখতে ! কালকে ছিলাম । কিন্তু আজ একটু কষ্ট হয়ে যাচ্ছে !
-আমি বলেছি বলে রাখতে হবে ? আমি যদি একখন বলি এই পুকুরে তুমি ঝাঁপ মারো, ঝাঁপ মারবে ?
নিশি কোন কথা না বলে চুপ করে থাকলো ! আমার মেন হল আসলেই আমি যদি নিশিকে এই পুকুরে ঝাঁপ দিতে বলি ও ঠিকই ঝাঁপ দিবে !
এই মেয়েটা এমন পাগলামো করে না মাঝে মাঝে !!
আমি বললাম
-চল আগে আগে কিছু খাবে !
-না অপু আমি থাকাতে পারবো !
-শোন থাপ্পর খাবা ঠিক আছে ! যা বলছি শোন ! চল আমার সাথে !
-এভাবে ভেঙ্গে ফেলা কি ঠিক হবে?
-অতো কিছু বাতে হবে না । আমি বলছি ভেঙ্গে ফেলো বেশ !
আমি মাঝে মাঝে এই মেয়েটার আচরনে খুব অবাক হই । মেয়েটা এমন পাগলামো কেন করে !! যে মেয়েটা জীবনে কোন দিন না খেয়ে থাকেনি সেই মেয়েটাই কেবল আমার কথা রাখার জন্য না খেয়ে থাকছে ! আশ্চর্য লাগে ভাবতে ! 

বুক পকেটের গল্পরা (ভলিউম ০২)Where stories live. Discover now