নারী

4 2 0
                                    


আছে ব্যক্তিত্ব আছে ঐশ্বর্য
পুরুষের চেয়ে কম কিছু নয়।
তবুও সে যে নারী।
পুরুষের পেছনে ফেলে
এগিয়ে চলার প্রতিযােগিতা
জিতেও কোথায় যেন ভয় শঙ্কা
সে যে নারী।
নারীর না কথাটার মাঝেই
কোথায় যেন বাধা পড়ে
ক্ষমতার শীর্ষস্থানে বসেও
আলাদা চোখে দেখি
সে যে নারী।
নারীর গর্ভেই পুরুষর জন্ম
পৃথিবীর প্রথম আলাে দেখা
তবুও পায় না যােগ্য সম্মান।
সে যে নারী।
নারীর থেকে নাড়ি ছিড়ে গেলেই
হতে হয় ধর্ষিতা লাঞ্ছিতা
প্রতিবাদীর প্রতিদান মৃত্যু
সে যে নারী।

Poetry Donde viven las historias. Descúbrelo ahora