দিনের শেষে ঝঝের বতি ধরবে যে জন
সে জনেরই দুষছে সরা বেলা
বৌরে মিছেই মেয়ে বলা
ক-জনই পারে মেয়ে বলে
বুকে জড়িয়ে ধরতে
কোন ছেলে বেলা
জনস ভিটে ছেড়ে
আসে স্বমীর ঘরে
সে ঘটাই আপন ঘর
ভারতে হয় তাকে
প্রথম প্রথম চোখের জলে
যায় যে দিনগুলি
ফেলে আসা কত স্মৃতি
চোখের সমখে করে তোলপাড়
বুকের ভেতর কি যে যজ্রণ
শুনবে কে আর
শুড়িকে মা বলে ভাবতে যাবে যখনই
হুঙ্কার দিয়ে বলে "উঠবে"
"এটা শ্বশুর বাড়ি বাপের বাড়ি না"
সেও যে একসময় বৌটি ছিল
সেটাও যায় ভুলে
হয়তো একেই ববলে জীবন চক্র।