দিন ফুরায়ে যায়
জীবন যে ছোট হয়ে আসে।
কে থাকে, কে-বা যায়
হিসাব মেলে না
সূর্যের প্রখর রৌদ্রের মতোই
যৌবনের জোয়ারে গা ভাসাই
রৌদ্রের মতোর সজাগ সতেজ হয়ে থাকি।
পড়ন্ত বেলায় আমাদের নিস্তেজ,
নিষ্প্রাণ প্রদীপের শিখা
কোনও এক ঘরের কোণে জ্বলতে থাকে।
জ্বলা নেভায় যেন কারও কোন যায় আসে না।
হয়তো কেই শেষ সলতে টুকু জ্বালিয়ে রাখে।
কেউবা ইচ্ছে করেই তেল দেয় না।
সে যেন জ্বলে থাকার অধিকার ও হারিয়েছে।
বিনা তেলে মরিবার চেষ্টা
প্রদীপ টুকুর শেষ সলতেটা নেভার আগে
সে যেন কতকি বলতে চায়
নাহি পারে বলিতে নাহি পারে জাগিতে,
বিদায়, বিদায় এই সুন্দর নির্মম পৃথিবী হতে।
আবার আসুক নতুন ফুল নতুন চারা গাছ।
খেলে বেড়াক তোমার আঁচলের ছায়ায়
নেচে বেড়াক তোমার নরম মাটিতে
আবার আমার মতোই নিভে যাবে একদিন।