খুলে দাও বন্ধ দ্বার,
খুলে দাও সব জানালা,
লাগুক দক্ষিণা বাতাস
জাগুক হৃৎস্পন্দন,
কাহার টানে করিয়াছ এ বন্ধ?
যাহার তরে দিয়াছ এ তালা
তাহারা কি কখনও দেবে ওদের মর্যাদা?
হয়ত বা রহিবে তুমি চিরবন্দী?
তােমার রিক্ত সিক্ত শিকল খুলিবে না কোনদিন।
আর যাহারা তােমার কাঙাল -
তাহারা কেবলই রহিল তােমা পানে চাহিয়া।
তুমি কি অনুভব করিয়াছ তাদের কষ্ট বেদনা?
তবে দাও হে তােমার অনুরূপ খােলা দ্বার
যেথায় মুক্তির, শান্তির বাতাস।
মরিবার আগে যেন দেখি সে দ্বার,
নিশ্চিত পাব জানি
এ আমার বিশ্বাস।