আজ যে মাকে হারালি
আর তাে ফিরে পাবি না
হাজার চেষ্টা করেও আর যে আসবে না।
শত শত মায়ের মাঝেও
এ মা মিলবে না।
নাড়ির যােগ এমনিই হয়
হাজার খুঁজেও
তারে খুঁজে পাবি না রে।
কি জিনিস হারিয়ে গেলি
যখন তুই দাঁড়িয়ে ঐ ব্যালকনিতে
খুঁজবি তখন দূর আকাশে চেয়ে
আর কি তবে আপন করে নেবে না।
তােমার মতাে কেউ।
ফেলে আসা দিনগুলি
স্মৃতি হয়েই থাকতে মাের হৃদয় জুড়ে।
তােমার কথা ভাবলে এখন।
বুক করে আনচান।
চোখের কোনে আসে জল,
বেশ তাে ছিলাম তােমার কোলে।
এলেম কেন পরের ঘরে।
কেন এমন বিধান বলতে পারাে মােরে -
এমন যদি হতাে
আমার ঘরেই আসত পরের ছেলে
তবে বেশ হত না কি।
এখন বিধি পাল্টে দিয়ে।
করতে চাই অনেক কিছু