অশনি সংকেত

5 2 0
                                    


চারিদিক নিস্তব্ধ।
নিঝুম রাত
নেই দোরে টাটক
নেই কোন পদাঘাত
তবু ভয়, ভয় চারিদিকে
এই বুঝি এল মাের দ্বারে
কোন অশনি সংকেত।
নেই ঘুম, কি হবে ভবিষ্যত
আর কত রাত, কত দিন
কাটবে এভাবে?
পাবাে মােরা জানি
আলাের দিশা
হে কান্ডারি, শক্ত হাতে ধর হাল
নইলে ডুবিবে তরী
বাঁচাবে কে?
কান্ডারি, তােমার হাতেই জীবন মরণ
তুমিই মােদের বাঁচার আশা
হে কান্ডারি, আলাের দিশারী।
ভয় নেই আর
করব না আর ভয় -
শক্ত হয়ে লড়ব তােমার সাথ।
তীরে ভিড়ব রে ভাই ভিড়
করছ কেন ভয়।।

Poetry Opowieści tętniące życiem. Odkryj je teraz