করোনা ভাইরাস

38 8 0
                                    

ছেলে আমার বিলেতে গিয়ে।
করছে একটা হিল্লে।
এই পােড়া দেশে থেকে কিচ্ছু হবে না কো।
ভুতুর মা তুমিও সুযোগ পেলে পাঠিয়ে দিও
দেখবে ও দেশেতে কেমন সুন্দর থাকে
তােমার ছেলে।
গর্বে আমার বুক ভরে যায় –
ছেলে আমার প্রবাসী।
ভাগ্যিস, সর্বস্ব বেচে পাঠিয়েছিলাম
তবেই কিনা গর্ব করে বলতে পারি
ছেলে আমার আমেরিকাবাসী।
রাজের মায়ের গল্প শুনে।
ভুতুর মায়ের ভারি দুঃখ হয়।
আমারও সুযােগ হতাে।
পাঠিয়ে দিতাম ছেলেটাকে
এদেশ্যে পড়ে পড়ে মারটা খেতে হতাে না।
২০২০তে সবকিছু করে দিল ওলােট পালট
করােনা এসে প্রবাসী মায়ের মুখে
ফেলে দিল ছাই
এখন ছেলে ফিরলে বলতে ভয় পায়
এই বুঝি তারায় পাড়া প্রতিবেশী।
পোড়া দেশেই সর্বসুখ বলতে লজ্জা নেই,
গর্ব করে বলতে পারি
"জননী জন্ম ভূমিশ্চ
স্বর্গাদপী গরিয়সী।"

Poetry Donde viven las historias. Descúbrelo ahora