চারু বাবুর বড্ড ভয়
দিনে গাড়ি চাপার ভয়, রাতে চোর ডাকাতের।
ঘরে বসে ভাবেন অনেক কিছূই
দেশটা যদি ধ্বংস হয়
দেশের দশের হবে কি?
এই না ভেবে দিন রাত্রি
চোখের পাতা বুঝতে নাহি পারে হাজারো ভাবনা
মাথার মাঝে করছে খুরপাক
বদি্য ছাড়া উপায় কিছু নেই
খুঁজে খুঁজে গেলেন বদিগড়ি
বদি্য ভাবেন রোগী পেলাশ খাসা
কদিন ধরে মারছি মাছি
পকেট একদম ফাকা।
বলুন মশাই, কোথায় আপনার কষ্ট
দেশের কথা ভেকে ভেবে
বুক ধড়-পড় মাথা-ঝিম ঝিম
খামছি কেবলই রাতে নেই ঘুম
শরীর গেছে ভেঙে
হচ্ছি দুর্বল দিন দিন
পায়ে সেই বল, চোখের তলায় কালি
এভাবে বাঁচব ক দিন
একটা উপায় রাদলে দিন
নইলে সর্গের পথ নিশ্চিত।