ইচ্ছের পাহাড়

12 2 0
                                    

বৃদ্ধ- বাবু, ও বাবু (উচ্চঘরে) একটু আসবি? আয় না বাবা।

ছেলে- ডাকাডাকি করছ কেন ?

বৃদ্ধ- দরকার আছে বলেই তো।

ছেলে- তাড়তাড়ি বল , আমার কাজ আছে।

বৃদ্ধ- আমার জন অনেক কিছূই করছিস, আর  একটা কাজ করবি।

ছেলে- কি কাজ ? নিশ্চয়ই করব। তোমার জন্য হূৎপিড ও খুলে দিতে পারি।

বৃদ্ধ- একটা ইচ্ছের পাহাড় এনে দিবি।

ছেলে- সেটা আবার কি?

বৃদ্ধ- ঐ পাহাড়ে বসে নাকি ও সব ইচ্ছে পূরণ হয়।

ছেলে- এটাই এটাই কি তোমার শেষ ইচ্ছে?

বৃদ্ধ- কি করে বলি। আমি এখনও তো টিকিট পাইনি।

ছেলে- ভালো করে চেয়েছ ?

বৃদ্ধ- লাইনে দাড়াতে আমার খুব লজ্জা করে।

ছেলে-লজ্জা কিসের ? এই টিকিট সবাইকে সবাইকে চাইতে হয়।

বৃদ্ধ- আমার হয়ে তুই টিকিটটা চাইবি?

ছেলে- আমি চাইলে, আমি তো যাব। তুমি কি করে যাবে। ওখানে লেখাই থাকে - "নিজের টিকিট, নিজেই সংগ্রহ করুন।"

বৃদ্ধ- তাহলে, তুই যা আমি 'ইচ্ছের পাহাড়ের' অপেক্ষায় থাকি।

Poetry Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ