দুর্বিসহ জীবন

11 2 0
                                    


জোর খবর জোর খবর শুনছি কি
বিলেত ফেরত সভ্য মানুষ
বইছে দানব রোগ ‘করোনা’
কেমন রোগ শুনতে চাও
জাদুর মতো সে রোগ
ছোঁয়া লাগলেই
ধরতে মারন রোগ
যেতে হবে কোয়ারেন্টাইনে বা আইসোলেশনে
ডাক্তার বদ্যি সবাই তো আছে
ভরসা নাই পায়
কেউ বাঁচে কেউ যমের ঘরে
সেটাও আবার সুখের নয়।
অঁটোসাটো প্যাকিং, ঐ কাঁচের জিনিস যেমন
তবেই ছাড়া হবে
ডেড বডিতেও ছোঁয়া মানা
সবাইকে মানতে হবে
নইলে মহাবিপদ
ভয়ে আতঙ্কে কাটছে জীবন
বিজ্ঞজনেরা ভরসা দিলেও
মানছে না যে মন
মুখ ঢেকে, হাত ধুয়ে আর কতদিন—
কাটবে এমন জীবন?
লোকে বলে, অনেক পূণ্যি করে
তবেই মানব জনম
এখন আর এমন দানব মানব
চায় না কে আর
জীবন যখন দুর্বিষহ
ধ্বংস হোক এমন মানব জীবন
সৃষ্টি হোক নতুন পৃথিবী
নতুন মানব জীবন।

Poetry Tempat cerita menjadi hidup. Temukan sekarang