মা

9 5 0
                                    


মা কথাটা ছােট হলেও
ভিন্ন তার রূপ, ভিন্ন তার মানে।
কেই শতছিন্ন আঁচলের কোণে
সন্তানেরে জড়ারে ধরে।
কেউ বা করে কষাঘাত।
আবার কেউ করে নিজ হাতে খুন।
হে বিধাতা, কেন তুমি ।
এতরূপে পাঠিয়েছ জগৎ সংসারে।
তুমি কি চাও না
মায়েদের একই রূপে দেখতে
তুমি কি পার মা?
মায়ের রূপ বদলাতে?
প্রাণে বাঁচে নিস্পাপ শিশুরা।
থাকে না তাদের চোখে জল
বুকে জমে না ব্যথার পাহাড়
হে বিধাতা, দূর কর -
নিস্পাপ শিশুদের চোখের জল
জগতে একই রূপে একইভাবে
আবির্ভূত হােক
করুণাময়ী, স্নেহময়ী মা।

Poetry Dove le storie prendono vita. Scoprilo ora