জীবন থাকতে বুঝল না যে
বুঝবে কি আর মরণে।
জীবন দূরে সরিযে
মরণে কি আর ঈদ গাঁথে।
মনের বথা কে-বা বোঝে
এ জগতে হায়।
যারে আপন ভেবে কইত যাকে মনের কথা
সে- যে আপন নয়।
জীবন যদ্ধ জীবন বাজি রেখে
লড়তে হয় জীবন ভোর।
জীবন-মরন দুইয়ের মাঝে
চলতে থাকে কঠিন লড়াই
হয়তো কেউ ক্ষণিকের জয়ী
কেউ, বা লড়তে লড়তে
মরণেই শেষ।