ভােরের ফুল

12 5 0
                                    


সারা শহর যখন নিঝুম
ভােরের আলােয় ঘুম চোখে ছােট্ট ছেলেটি
আস্তাকুড়ে।
ছােট্ট ছােট্ট হাতে
খুঁজে বেড়ায় দিন গুজরানের সামগ্রী।
আস্তাকুড়েও যুদ্ধ চলে
বেঁচে থাকার লড়াই।
আমাদের ছুঁড়ে ফেলা খাবার
ছেলেটির বেঁচে থাকা সম্ভার।।
আমরা যখন সন্তানেরে আঁকড়ে ঘুমােই
ছােট্ট ছেলেটি মায়ের আঁচল ছেড়ে
বেরিয়ে পড়ে পেটের তাগিদে।
মাতৃস্নেহ ওর কাছে বঞ্চিত।
সমাজের চোখে পরিত্যক্ত আবর্জনা
ভােরে ফুলের মতাে ফোটে
আবার সূর্যের প্রখর রােদে
শুকিয়ে যায়।

Poetry Où les histoires vivent. Découvrez maintenant