বেদনা

8 2 0
                                    

কাছে থেকেও আজ
কতদূরে।
ভাবিনি কখনও এমনও দিন আসবে।
কখনও কি মনে পড়বে
আমি ছিলাম।
এখনও আছি বেঁচে
তােমাদেরই মাঝে।
ভালােবাসার বাঁধন কি
ছিড়ে ফেলা যায়।
আজও মনে পড়ে
আবছা মুখ খানি
কত প্রশ্ন, কত কথা।
উত্তর খুঁজে বেড়াই –
নিজের মনে।
আজ আমি বহুদূরে
জানিনা কখনও কি
হবে দেখা।
পারব কি বলতে
তােরা যে আমার
বড় কাছের হৃদয়ে গাঁথা।
দুটি ফুল।
এ ফুল কোনদিন।
বোটা হতে পড়ে না খসে
কখনও যায় না ঝরে।
চির সবুজ - চিরসুন্দর - চির নতুন।

Poetry Where stories live. Discover now