অভাগীর কাজই সব

7 3 0
                                    


অভাগীর কাজই সব
মন প্রাণ ঢেলে করত সে কাজ
চাতুরতা ছিল না তার মনে
সুযোগের সৎ ব্যবহার
করল যে সবাই।
যত করেও মন ভরে না কারও
আরও চাই কাজ
কাজ আর কাজ
অভাগীও বুঝে নিল চাতুরতা
সেও ঢেলে দিল শরীর মন
শেষে শরীর দিল না সার
যেতে হল পৃথিবী ছেড়ে
বুঝিয়ে দিল সবারে
কঠোর নিষ্ঠুরতায়
নিজের প্রাণ দিয়ে প্রাণ বাঁচায় সবার।

Poetry Where stories live. Discover now