গাছ হতে পড়িল একখানি নারকেল
কুড়াইল হত দরিদ্র শিশুটি
শতেক ফলের একখানি ফল।
শিশুটি লইলে ক্ষতি কি বা তায়।
কসাই মালিক তা বুঝিবার নয়।
প্রহার করিল শিশুটিরে।
নাবালক শিশুটির মুখে নেই কথা
চোখে শুধু জল।
মা পায়ে ধরি শুধায় –
ছেড়ে দাও মাের বাছারে।
কথা দিনু আর কখনাে
হবে নাকো এ ভুল।
কাতর অনুনয়ে মালিকের হাত হতে ছাড়া পাইলেও
ছাড়িল না ভগবান।
ধুম জ্বরে বাছা তার
চোখ মেলিল না আর
ভ্ৰমিল বারংবার
“আমি চোর নই, মেরাে না মােরে
কথা দিনু, বাগানে যাব না আর
ছেড়ে দাও, ছেড়ে দাও মােরে।”
অবশেষে ছিনিয়া লইল—
সহায় সম্বল বাছারে।
অবুঝ বাছা শুধু লভিয়াছিল একখানি ফল।
এই কি তার অপরাধ !
মার কোল খালি করে
চলে গেল চিরতরে।