পর্বতারােহী

5 2 0
                                    

তােমরা ভাবছ আমি মরিয়াছি
তােমাদের কাছে আমি দৈহিক মৃত।
আমি যে পথে আসিয়াছি।
মৃত্যু নিশ্চিত জানিয়াই আসিয়াছি।
প্রকৃতির তুষাড় ঝড় আমাকে গ্রাস করিয়াছে।
মৃত্যুর মুখােমুখি আসিয়া মনে হইয়াছে।
আমি পারিয়াছি।
অমরত্বের পথে পা বাড়াতে।
মায়ের কোল স্বরূপ পাহাড়ের কোলে।
মাথা রাখিয়া চির অমর হইয়া রইলাম।
চিরশায়িত হইয়া থাকিলাম।
শত সহস্র বছর পরেও চির নবীন, অক্ষত থাকিব
আমার মতাে কোন ভাগ্যবান পর্বতারােহীর অপেক্ষায় রইলাম
যে আমাকে নতুন করে আবিষ্কার করিবে
নতুন ইতিহাস খুঁজিয়া পাইবে।

Poetry Onde histórias criam vida. Descubra agora