ইশানের মায়ের মৌকে এতই ভালো লেগেছে যে সেদিনই আংটি পড়িয়ে চলে গেছে। বিয়ের ডেট ফিক্স করেনি, বলল দুই এক মাস পর করবে। সিদ্ধান্ত নিলো এই দুই এক মাস ওদের ফ্যামিলি ভালো মত পরিচিত হবে, আনডারস্ট্যান্ডিংটা ভালো হয় কিনা দেখবে, তারপর একদিন বিয়ের ডেট ফিক্স করে কান্ডটা ঘটিয়ে দিবে।
কিছুদিন পর.........
চুলগুলোতে একটা খোঁপার কাটা দিয়ে বেঁধে রেখে আবার ছবি আঁকছে মৌ। ভাবছে,
-'এই জায়গাটায় একটা বড় পিকচার ফ্রেম দিলে কেমন হয়? না না, তার থেকেও ভালো হবে একটা বুক শেলফ দিলে।'
অ্যালফাবেট দিয়ে বানানো, মৌয়ের নাম যেহেতু ইংলিশের M দিয়ে তাই সে সেই এম এর স্ট্রাকচার দিয়েই আঁকছে।
হঠাৎ ফোন থেকে একটা টুং আওয়াজ করে উঠলো, বুঝতে বাকি রইলো না নোটিফিকেশন এসেছে।
মৌ সবসময় ফোন সাইলেন্ট মোডে রাখে, আজ নরমাল মোডে রাখার কারণ লুনা ওকে একটা কাজ করার জন্য মনে করিয়ে দেবে, ফোন দিয়ে। অবশ্য মৌ নিজে নরমাল মোড দেয়নি, দিয়েছে লুনা। কারণ জানে, মৌকে এসব নিয়ে একটা কথা বললে হাজার বার বললেও করে না।
**********
রাদিন আহমেন ইশান, ছেলেটা সহজ সরল, কিন্তু বিসিএস ক্যাডারের মত নয়। বিসিএস ক্যাডার মানে লাবিব ভাই, হ্যাঁ, সেই যে কিনা মৌকে দেখতে গিয়েছিল। সেখানে গিয়ে মৌকে তার ভালো লাগে, কিন্তু মৌ মেয়েটা এমন না উনি যেমন চায়। মানে হলো লাবিব ভাই কচি মেয়ে বিয়ে করতে চায়, কিন্তু ইশানের পছন্দ ঠিক মৌয়ের মত।
সেদিন দেখার পর থেকে ইশানের খুব ভালো লাগে মৌকে। সে সিদ্ধান্ত নেয় বাসায় জানান দেবে। মা রান্না ঘরে বসে মাছ ধুচ্ছিল। সে পিছনে যেয়ে বলে,
-'মা, একটা কথা বলি।'
-'হ্যাঁ বল বাবা।'
-'মা, কোনোদিন এই বিষয় নিয়ে তোমাকে কিছু বলিনি। কিন্তু আজ বলতে মন চাচ্ছে।'
মাছ ধোয়া শেষে কাটা শুরু করলেন,
-'বল, কান খোলা আছে।'
-'মা, আমি এখনও স্টুডেন্ট ঠিক আছে, কিন্তু মা, আমি যদি বলি আমি বিয়ে করতে চাই তুমি কি রাজি হবে?'
YOU ARE READING
এক্স ফিয়ন্সের বিয়েতে
Romantikবিয়ের জন্য বাড়ি থেকে তাড়া খেলেও মৌও জেদ করে অনেক যাচাই-বাছাই করে। অনেক প্রস্তাব আসলেও কাওকেই তার ভালো লাগেনা। যতই দিন যায়, বর খোঁজা নিয়ে তার মধ্যে একটা অপ্রিয়ময় অনুভুতি জেগে উঠে। অবশেষে একজনের, শুধু একজনকে তার মোটামুটি ভালো লেগে যায়, বাসায়ও সব ফাইন...