ইশান বের হওয়ার কিছুক্ষণ পরই লুনা এসে ঢুকলো রুমে,
-'এই, কি হয়েছে রে? দুইজন দুই দিক দিয়ে রাগি মনে হচ্ছে।'
মৌ সব খুলে বলায় লুনা বলল,
-'শোন, ইশান ভাই কিন্তু এতটাও রাগি না। তুই একটু চেষ্টা করলেই পারবি ওর কাছে মাফ চেয়ে নিতে।'
-'সেটা আমি পারবো কিন্তু আমার বন্ধুত্ব যে পানিতে ডুবে গেছে।'
লুনা আশ্বাস দিলো,
-'আরে, ওটা ঠিক হয়ে যাবে। তুই আগে ইশান ভাইয়াকে ঠিক কর।'
লুনার কথামত সে রুম থেকে বের হয়ে দেখলো ইশান ছাদ থেকে নেমে আসে।
এক পলক মৌয়ের দিকে চেয়ে সে রুমে ঢুকে যায়। মৌ বুঝলো এভাবে ডাকলে হয়তো ইশান আসবে না। তাই সে রুমের লাইট অফ করে নিচে বসে ফোন থেকে ইশানের নাম্বারে কল দিলো। ভাগ্যিস ইশান কল ধরেছে, সে যতটা সম্ভব দুর্বল কণ্ঠে বলল,
-'প্লীজ... একটু এখানে... আসেন। আমার কেন জানি... হঠাৎ অনেক খারাপ লাগছে, প~ পেটে প্রচুর ব্যাথা হচ্ছে। খাবারে হয়তো... কোনো সমস্যা হয়েছিল। প্লীজ।'
মৌ ফোনটা ফ্লোরে রেখেই নিচে শুয়ে থাকার ভান করলো।
ইশান রুমের দরজা দ্রুত খুলে এই রুমে এসে লাইটটা জ্বালিয়ে নিলো। আতঙ্কিত কণ্ঠে সে বলল,
-'মৌলি, কি হয়েছে?'
মৌকে উঠিয়ে বসালো সে।
উঠে বসতেই মৌ স্বাভাবিকভাবে বলল,
-'আসলে একা একা ভয় লাগছিল তো, তাই বলেছিলাম।'
চোখ ঘুরিয়ে ইশান উঠে দাঁড়ায় চলে যাওয়ার উদ্দেশ্যে, মৌ একটু জোড়েই বলল,
-'মিস্টার ইশান।'
ইশান পেছনে তাকাতেই হাতে একটা ছোট্ট বোতলের খাপ খুলে ভেতরের সবটা খেয়ে নিলো। ইশান ভয়ে ওর হাত থেকে ছোট বোতলটা নিয়ে তা পড়ে দেখে "RAT POISON" লেখা।
ইশান আবার রাগের মাথায় বকা দিলো ওকে,
-'পাগল হয়ে গেছ তুমি...'
কিছু বলার আগেই মৌ হেসে দেয়,
-'আপনাকে না বোকা বানানো অনেক সহজ।'
YOU ARE READING
এক্স ফিয়ন্সের বিয়েতে
Romanceবিয়ের জন্য বাড়ি থেকে তাড়া খেলেও মৌও জেদ করে অনেক যাচাই-বাছাই করে। অনেক প্রস্তাব আসলেও কাওকেই তার ভালো লাগেনা। যতই দিন যায়, বর খোঁজা নিয়ে তার মধ্যে একটা অপ্রিয়ময় অনুভুতি জেগে উঠে। অবশেষে একজনের, শুধু একজনকে তার মোটামুটি ভালো লেগে যায়, বাসায়ও সব ফাইন...