-'সরি, আমি আপনাকে বিয়ে করতে পারবোনা। আপনি আমার টাইপের না। আমার গার্লফ্রেন্ড আছে, শুধুমাত্র ওকেই বিয়ে করবো।'
ইশানের এমন মেসেজ দেখে হঠাৎ মৌয়ের হার্টবিট বেড়ে যায়। এতদিন যাবৎ খুব একটা কথা না হলেও ইশান এত সুন্দর করে কথা বলেছে, তার কাছে মনে হয়েছে ইশান মোটামুটি ডিটারমাইন্ড তাকে বিয়ে করার জন্যে। কিন্তু বিয়ের একদিন আগে সে এই কথা কেন বলবে?
না চাইতেও সে নিজেকে শক্ত করে মেসেজ দিয়ে জিজ্ঞেস করলো,
-'সেটা আগেই বলতেন, বিয়ের এক দিন আগে বলছেন কেন?'-'সেটা আমি বুঝাতে পারবোনা। আমার গার্লফ্রেন্ড অনেক রাগ হয়েছে এতদিন আপনার সাথে কথা বলেছি তাই। এখন সত্যি বলছি, আমি অর্পাকে ছাড়া কাওকে বিয়ে করবোনা।'
মৌ চুপ হয়ে যায়। এরপর আর কোনো রিপ্লাই দেয়না। চোখের কোণে অশ্রু জমে আছে, এতদিন যাবৎ সে সবাইকে রিজেক্ট করেছে আর আজকে সে নিজেই রিজেক্টেড হয়ে গেলো। এই কষ্টটাও মানতে কষ্ট হচ্ছে। কেন এমন করলো সে। আগে বলে দিলেই পারতো, বিয়ের একদিন আগে, যখন সব প্ল্যান হয়ে গেছে তখনই কেন?
এতদিন কেন মিথ্যে অভিনয় করলো মৌয়ের সাথে? নিজে থেকেই তার সামনে এপ্রোচ করে, নিজে থেকেই চলে যেতে চাচ্ছে।কিছুক্ষণ পর আবার মেসেজ দিলো ইশান,
-'কিছুক্ষণ পর আমার একটা ফ্রেন্ড আসবে আপনার বাসায়, তাকে কাইন্ডলি রিংটা দিয়ে দিয়েন।'
ব্যস, মৌয়ের সব আশা-নিরাশা, ইচ্ছে-বাসনা, চাওয়া-পাওয়া সব শেষ। সে অতিরিক্ত বাজেভাবে হার্ট হলো এবার।
সে লুনার কাছে কল দিয়ে জিজ্ঞেস করে ওর হোস্টেলে রুম খালি আছে কিনা। তাহলে সে উঠে যাবে।
সে মায়ের কাছে যেয়ে বলে,
-'মা, আমি কি বোঝা হয়ে আছি তোমার উপর?'-'না, রে কেন?'
-'তাহলে আমাকে কেন বিয়ে দিতে চাচ্ছ? কেন আমাকে বারবার দূরে ঠেলে দিতে চাচ্ছ? মা, যদি বিয়ে দিতেই হয়, আমি বলে দিলাম আমি বিয়ে করবোনা, যদি এই বাসায় রাখতে না চাও আমি হোস্টেলে যেয়ে উঠবো পরশু। মাসের ১ তারিখে সুন্দর মত উঠতে পারবো। আমাকে এবার রেহাই দাও প্লীজ। আমি জব খুঁজে তোমাকে প্রতি মাসে হাত খরচ বাদে সব টাকা দিয়ে দিবো। জাস্ট আর কখনও কোনোদিনও আমাকে বিয়ের কথা বলবেনা। এই দুইটা দুর্ভাগা হাত জোড় করে তোমাকে বলছি।'
YOU ARE READING
এক্স ফিয়ন্সের বিয়েতে
Любовные романыবিয়ের জন্য বাড়ি থেকে তাড়া খেলেও মৌও জেদ করে অনেক যাচাই-বাছাই করে। অনেক প্রস্তাব আসলেও কাওকেই তার ভালো লাগেনা। যতই দিন যায়, বর খোঁজা নিয়ে তার মধ্যে একটা অপ্রিয়ময় অনুভুতি জেগে উঠে। অবশেষে একজনের, শুধু একজনকে তার মোটামুটি ভালো লেগে যায়, বাসায়ও সব ফাইন...