পর্ব-১১

68 3 0
                                    

মৌয়ের ফোনে মেসেজ আসলো। সে ভাবলো হয়তো সিম অফিস থেকে মেসেজ এসেছে।

তাকিয়ে দেখে, সিম কম্পানি না একটা আননোন নাম্বার থেকে দিয়েছে।

-'kamon aco Mou? Amaka to tomer balo laga na nahola aj tomaka akdom ranir moto kora raktam.'

দেখেই চোখগুলো বড় হয়ে গেল মৌয়ের।

-'পড়তে পড়তে দাঁত ভেঙে যাচ্ছে রে।'

লুনা তখন মৌয়ের ঘরেই ছিল, সে লাফিয়ে এসে মৌয়ের পাশে বসে বলল,
-'কিরে? কি পড়তে পারছিস না বল, দেখি আমি পারি কিনা।'

মেসেজটা দেখাতেই লুনা জোড়ে জোড়ে বলল, কিন্তু অনেকবার আটকালো। মেসেজটা পড়েই এত হাসি।
মৌ বলল,

-'নাম্বারটা চিনিস নাকি?'

-'না তো, এই মেসেজ দিয়ে দেখ তো কোন বলদ তোকে মেসেজ দিয়েছে।'

মৌ রিপ্লাই দিলো,

-'k apni? Amar nam janlen ki kore?'

কিছুক্ষণ পর আবার রিপ্লাই আসলো,

-'amaka vulao gaco? tomaka ful diyacilam.'

-'sorry, chinte parini, wrong number.'

-'rong nambar kebaba hoba, ami jani aita tome, Mou, kono deno ki mona hoyna amar kota?'

মৌ বিরক্ত হয়ে বলল,
-'উফফ, আর পারবোনা। এর মেসেজ দেখে দাঁত ব্যাথা হয়ে যাচ্ছে।'

লুনা বলল,

-'দে আমি দেখি।'

-'amader ki konodin dekha hoyechilo?'

-'ha, tomer basay ami giyachilam amer femily niya. Amer ammo tomaka onak pocondo korache. Mou ame tomaka biya korta cai. I lobe u.'

মৌ বলে উঠলো,
-'এইটা কি সেই টাকলা বিসিএস নাকি?'

-'মনে তো তাই হচ্ছে।'

-'যাক, অন্য সব কিছু ভুল থাকলেও আমার নামটা যে ঠিক করে লিখেছে। আর রিপ্লাই দিস না ভাই। রাগ লাগে এসব টাইপের মেসেজ দেখলে।'

বলতে না বলতেই আবার মেসেজ আসলো, 

-'ame tomaka cai Mau.'

দেখেই মৌয়ের চোখ বিষ্ফোরিত। লুনা হাসতে হাসতেই বলল, 

-'আচ্ছা শোন, ইশান ভাইকে জিজ্ঞেস করে দেখি?'

এক্স ফিয়ন্সের বিয়েতেWhere stories live. Discover now