মৌয়ের ফোনে মেসেজ আসলো। সে ভাবলো হয়তো সিম অফিস থেকে মেসেজ এসেছে।
তাকিয়ে দেখে, সিম কম্পানি না একটা আননোন নাম্বার থেকে দিয়েছে।
-'kamon aco Mou? Amaka to tomer balo laga na nahola aj tomaka akdom ranir moto kora raktam.'
দেখেই চোখগুলো বড় হয়ে গেল মৌয়ের।
-'পড়তে পড়তে দাঁত ভেঙে যাচ্ছে রে।'
লুনা তখন মৌয়ের ঘরেই ছিল, সে লাফিয়ে এসে মৌয়ের পাশে বসে বলল,
-'কিরে? কি পড়তে পারছিস না বল, দেখি আমি পারি কিনা।'মেসেজটা দেখাতেই লুনা জোড়ে জোড়ে বলল, কিন্তু অনেকবার আটকালো। মেসেজটা পড়েই এত হাসি।
মৌ বলল,-'নাম্বারটা চিনিস নাকি?'
-'না তো, এই মেসেজ দিয়ে দেখ তো কোন বলদ তোকে মেসেজ দিয়েছে।'
মৌ রিপ্লাই দিলো,
-'k apni? Amar nam janlen ki kore?'
কিছুক্ষণ পর আবার রিপ্লাই আসলো,
-'amaka vulao gaco? tomaka ful diyacilam.'
-'sorry, chinte parini, wrong number.'
-'rong nambar kebaba hoba, ami jani aita tome, Mou, kono deno ki mona hoyna amar kota?'
মৌ বিরক্ত হয়ে বলল,
-'উফফ, আর পারবোনা। এর মেসেজ দেখে দাঁত ব্যাথা হয়ে যাচ্ছে।'লুনা বলল,
-'দে আমি দেখি।'
-'amader ki konodin dekha hoyechilo?'
-'ha, tomer basay ami giyachilam amer femily niya. Amer ammo tomaka onak pocondo korache. Mou ame tomaka biya korta cai. I lobe u.'
মৌ বলে উঠলো,
-'এইটা কি সেই টাকলা বিসিএস নাকি?'-'মনে তো তাই হচ্ছে।'
-'যাক, অন্য সব কিছু ভুল থাকলেও আমার নামটা যে ঠিক করে লিখেছে। আর রিপ্লাই দিস না ভাই। রাগ লাগে এসব টাইপের মেসেজ দেখলে।'
বলতে না বলতেই আবার মেসেজ আসলো,
-'ame tomaka cai Mau.'
দেখেই মৌয়ের চোখ বিষ্ফোরিত। লুনা হাসতে হাসতেই বলল,
-'আচ্ছা শোন, ইশান ভাইকে জিজ্ঞেস করে দেখি?'
YOU ARE READING
এক্স ফিয়ন্সের বিয়েতে
Romanceবিয়ের জন্য বাড়ি থেকে তাড়া খেলেও মৌও জেদ করে অনেক যাচাই-বাছাই করে। অনেক প্রস্তাব আসলেও কাওকেই তার ভালো লাগেনা। যতই দিন যায়, বর খোঁজা নিয়ে তার মধ্যে একটা অপ্রিয়ময় অনুভুতি জেগে উঠে। অবশেষে একজনের, শুধু একজনকে তার মোটামুটি ভালো লেগে যায়, বাসায়ও সব ফাইন...