পর্ব-১৮

83 3 3
                                    

চোখে বিষ্ময় নিয়ে সে মৃন্ময়ের দিকে চেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এমনিতে এলাকাটা একটু গা ছমছমে তবে মৃন্ময় সাথে থাকায় ভয় লাগছে না। 

রিকশার জন্য অপেক্ষা করছে ওরা। এই পর্যন্ত লুনা নির্বাক হয়ে মৃন্ময়ের দিকে চেয়ে আছে, কিন্তু মৃন্ময় এখনও টের পায়নি। 

-'অ্যাঁই খালি!!' 

মৃন্ময় চেঁচিয়ে বলে সামনে আগালো। বেচারি লুনা মৃন্ময়ের পিছন পিছন যেতে একটা ইটে হোচট খেয়ে মৃন্ময়ের গায়ে উপর পড়লো। গায়ে শক্তি বেশি থাকায় পড়েনি, লুনাকে সে ধরেই ফেলল।

-'কিরে? না দেখে চলিস কেন? চোখে চশমা দিতে হবে নাকি?'

-'ইয়ে না মানে...'

কিছু একটা বলতে যেয়েও বলেনি লুনা। সোজা উত্তর দিলো, 

-'কিছুনা।' 

রিকশা ঠিক করে মৃন্ময় ব্যাগ নিয়ে উঠে পড়ে আগে। মাথা নিচু করে দাঁড়িয়ে ছিল লুনা।

-'রাত কি এখানেই কাটানোর ইচ্ছে আছে?' 

লুনার খেয়ালই ছিলনা রিকশা ঠিক করে ফেলেছে মৃন্ময়। লুনা রিকশায় উঠে বসে তবে  মৃন্ময়ের দিকে আর তাকায় না।

আড়চোখে মৃন্ময় লুনার দিকে তাকিয়ে ওর অগোচরে মুচকি হাসে। 

***********
রিকশা থেকে নেমেই লুনা মৌকে জোড়িয়ে ধরে। মৌ উত্তর দিলো,

-'কতদিন পরে দেখলাম তোকে।'

মৌ মুচকি হেসে লুনার কানে কানে বলল,

-'না খাইয়ে সারাদিন তোকে কোলে করে রেখেছে নাকি?' 

লুনার গাল লাল হয়ে যায় কিন্তু উত্তর দেয়,

-'না রে, এমন কিছুই না। সে তো উলটো চিন্তা করছে ডি...'

-'মৌলি, এসে পড়ো কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দেবে।'

একটু দূর থেকে ইশান বলল। মৌ লুনার দিকে চেয়ে বলল,

-'চল পরে কথা হবে।'

মৌ লুনার হাত ধরে বাসের কাছে যায়। লুনাকে আগে উঠতে বলে মৌ দোকানে যেয়ে একটা কোক নিয়ে আসে। ইশান সামনে থাকায় বাসে উঠে মৌয়ের দিকে হাত বাড়িয়ে দেয়,

এক্স ফিয়ন্সের বিয়েতেWhere stories live. Discover now