পর্ব-২২

64 3 0
                                    

মৌ শপিং মল থেকে বেড়োতেই মাথায় বাজ পড়ে।

-'হাই মৌ কেমন আছো?' 

মৌ একটু ইতস্তত হয়ে বলল,

-'ভালো।' 

-'আমাকে চিনতে পারোনি?' 

মনে মনে মৌ বলল,

-'চিনবোনা আবার? এই কয়টা দিন যে বার বার কল আর মেসেজ দিয়ে অতিষ্ট করে ফেলছেন আমাকে। উফফ!!' 

মৌ কথা না বলেই মৃদু হাসলো,

-'আমি লাবিব। তুমি বলেছিলা আমাকে নাকি পছন্দ না। দেখ এতদিন যাবত তোমার জন্য ডায়েটিং করে পেট কমিয়েছি। তাও কি আমাকে পছন্দ হচ্ছে না?' 

এতক্ষণে মৌ খেয়াল করলো উনাকে আসলেই একটু কম দেখাচ্ছে। একটা ফিরোজিয়া রঙের টিশার্টের উপর একটা হালকা নীল শার্ট। মাথার সেই হালকা টাকে দেখে মনে হচ্ছে কালো রঙ করেছে। চোখে রঙিন চশমা। আর শু, শু না কেড্‌স পড়েছে। এতদিন তো তাও যেই স্টাইলে থাকতো কোনোরকম মানিয়ে যেতো। এবার তো অতিরিক্ত!

মৌয়ের কোনো উত্তর না পেয়ে বলল,

-'যাকগে। সেটা কথা না। তুমি শপিং করবা আমাকে বললেই পারতা। আচ্ছা করেই যেহেতু ফেলেছ চলো একটা রেষ্টুরেন্টে যাই। একসাথে লাঞ্চ সেরে নিই।' 

-'ম~ মানে?' 

অজান্তেই প্রশ্ন ছুড়ে দিলো সে। 

-'মানে আর কি? একটু কোথাও বসি, কথা বার্তা বলি। তুমি না জেনে তো আর আমাকে এভাবে পছন্দ করতে পারো না।'

-'না! না, মানে আসলে আমার একটু কাজ আছে। যেতে হবে, দেড়ি হয়ে যাচ্ছে।' 

-'আরে, কাজ থাকুক। নো প্রবলেম, আমি দিয়ে আসবো তোমাকে গাড়ি আছে তো।' 

মৌ হাতের ঘড়িটা কিছুক্ষণ দেখে আশেপাশে তাকালো। এই লোকের সাথে একদমই কোথাও যাওয়ার ইচ্ছে নেই। আবার মানা করতে যাবে তখনই লাবিব বলে উঠলো,

-'আরে এত টেনশন না করে চলো তো। আন্টি টেনশন করবে? আচ্ছা আমি উনাকে বুঝিয়ে দেব। চলো চলো।' 

বলেই মৌয়ের হাত ধরতে নিচ্ছিল তখনই মৌ হ্যাচকা টানে হাত সরিয়ে নিলো,

এক্স ফিয়ন্সের বিয়েতেWhere stories live. Discover now