পর্ব-৯

101 3 0
                                    

ক্লাসে আসার পর খেয়াল করে মৃন্ময় বসে জানালার দিকে চেয়ে আছে। কিন্তু লুনা? লুনা কোথায়? ওর সাথেই তো ছিল লুনা।

কাছে যেয়ে টেবিলের উপর ব্যাগটা রেখে বলল,

-'লুনা কোথায় রে? ও তো তোর সাথেই ছিল।'

মৃন্ময় ঘোর থেকে বেরিয়ে এসে বলল,

-'হ্যা? ও লুনা। লুনা আমাকে বকা দিয়েছে তাই ওকে ফেলে রেখে এসে পড়েছি।'

মুখের উপর মিথ্যে বলে দিলো মৃন্ময়।

-'সিরিয়াসলি? বকা দিয়েছে বলে একটা মেয়েকে এভাবে রাস্তায় একা ফেলে আসবি? সে যতই বলুক সে ইন্ডিপেন্ডেন্ট, তবুও তোর ওকে একা রেখে আসা ঠিক না।'

-'ও যে আমাকে টেনে নিয়ে গিয়েছে আর তোকে একা রেখে এসে পড়েছি আমরা। সেটা কি ঠিক হয়েছে?'

-'আরে ভাই আমার সাথে তো ই.....মানে ওই লোকটা ছিল।'

-'এত বিশ্বাস ওই লোকটার উপর?'

-'আমার ফ্যামিলিতে সবাই চেনে ওকে। ও কিছু করলে আমার ফ্যামিলিতে আমি বলে দেবো। আচ্ছামত শায়েস্তা করবে ওকে।'

তাও যেন ওর উত্তরটা ভাল লাগেনি মৃন্ময়ের কাছে।


ক্লাস পেরিয়ে ১০ মিনিট চলে গিয়েছে। এখনও লুনার কোনো খবর নেই।

হাতের কলমটা দিয়ে মৃন্ময়ের গায়ে হালকা খোচা দিয়ে বলল,

-'তুই কি করছিস ওর সাথে? কোথায় ও?'
-'আমি কি জানি ও কোথায়?'
-'আজব, তোর সাথেই তো ছিল।'
-'জানিনা।'
-'আচ্ছা কোথায় রেখে এসেছিস ওকে এটা তো বল।'
-'পার্কের আশে পাশেই।'
-'উফফ তুই যে কি করিস না।'

হাতে বাটন ফোনটা নিয়ে সে লুনার নাম্বারে কল লাগালো।
"আপনি যেই নাম্বারে কল করেছেন তা এই মুহুর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে নাকিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ

এক্স ফিয়ন্সের বিয়েতেWhere stories live. Discover now