কিছুদিন পর.....
আজ ইশানের ক্লাস বা অফিসের কাজ কোনোটাই ছিলনা। বাসায় বসেই দিন কাটায় সে।
মৌ ইশানের মায়ের সাথে বসে কথা বলছে আর টুকটাক কাজ করছে।
-'মৌ, তোমার মাকে বলো পরশু আসতে। সে তো অনেকদিন হলো এদিকে আসেনি। আসলে কিছুদিন থেকে গেলে ভালোই লাগবে।'
-'আম্মু আবার কোথাও যেতে চায়না। আচ্ছা আমি বলে দেখবো।'
-'কল দিয়ে আমাকে ধরিয়ে দাও বলি।'
-'এখন কথা বলবেন মা?'
-'হ্যা দাও।'
হাতটা ধুয়ে নিয়ে সে ফোনের খোজে আশে পাশে তাকাতে লাগলো।
রুমে এসে ইশানের কাছে বলল,
-'আমার ফোনটা কি দেখেছেন?'
আধ-শোয়া অবস্থায় সে বলল,
-'না তো, কোথায় রেখেছিলে?'-'সেটাই তো মনে পড়ছে না। ছোট্ট ফোন তো, তাই মাঝে মাঝে কোন চিপায় চলে যায়।'
ইশান ওর নিজের ফোনটা লক খুলে মৌয়ের হাতে দিয়ে বলল,
-'কল দিয়ে দেখো।'
সে আবার টিভি দেখায় মহ্ন হয়ে রইলো। মৌ হাতে নিয়ে নাম্বারটা চাপতে চাপতে ইশানের পায়ের কাছেই বসলো। ইশান এমন ভাব করে আছে যেন সে টিভি দেখছে কিন্তু তার চক্ষু যুগল যেন মৌয়ের থেকে সরতেই চাচ্ছে না।
কানের পিছনে গুঁজে থাকা সিলকি চুলগুলো গালটাকে স্পর্শ করে ঝুলে পড়লো। মৌ সেটা বিরক্তিবোধ করে আবার পিছনে ঠেলে দেয়। এভাবে কয়েকবার চললে ইশান সামনে এগিয়ে খোপার কাটাটা সরিয়ে দিলো। সে জানে মৌ তার নিজের ফোনে কল না দিয়ে গেম খেলায় মগ্ন হয়ে আছে, আর ইশান মৌয়ের দিকে মগ্ন। যেন একটা আসক্তি কাজ করে ওকে দেখলেই।
চুলটা খুলে ফেলার পরই আবার বিরক্তিমাখা মুখে বলল,
-'উফফ, কি বাচ্চাদের মত করছেন?'
ওর ফোনে নিজের নাম্বার চাপতেই দেখে নাম্বার সেভ করা,
"Mou আমার Bou"
দেখেই মৌ খিলখিল করে হেসে বলে,
-'এটা আবার কি নামে সেভ করলেন?'
YOU ARE READING
এক্স ফিয়ন্সের বিয়েতে
Romanceবিয়ের জন্য বাড়ি থেকে তাড়া খেলেও মৌও জেদ করে অনেক যাচাই-বাছাই করে। অনেক প্রস্তাব আসলেও কাওকেই তার ভালো লাগেনা। যতই দিন যায়, বর খোঁজা নিয়ে তার মধ্যে একটা অপ্রিয়ময় অনুভুতি জেগে উঠে। অবশেষে একজনের, শুধু একজনকে তার মোটামুটি ভালো লেগে যায়, বাসায়ও সব ফাইন...