-'মৃন্ময়, তোর ফোনটা দে তো।'
-'কেন?'
-'অযথা প্রশ্ন করবি না। দিতে বলছি, দে।'
মৌ ইশানকে খেয়াল করেই কথাটা বলল। সে দেখেছে ইশানকে ওদের দিকে তাকিয়ে থাকতে। এবার ইশানকে দূরে সরানো যাবে। তবে তার জন্য কিছু অপ্রীতিকর কাজ করতে হবে।
হাতে ফোনটা নিয়েই সে বলল,
-'আয় পিক তুলি।'
সে হাতে ফোনটা নিয়ে সেলফি স্টিকে ফোনটা আটকে দূরে নিয়ে ছবি তুলতে থাকে।
অন্যদিকে ইশান খুবই রাগ হয় মৌ আর মৃন্ময়ের ঘনিষ্ঠতা দেখে। গায়ে গায়ে স্পর্শ না লাগলেও কাছে আসতে দেখে ইশানের মনে একটা বাজে অনুভুতি হচ্ছে।
না চেয়েও বন্ধুদের মাঝে যেয়ে বলে,
-'হ্যালো, কি খবর?'লুনা একসাইটেড হয়ে বলে,
-'আরে, ভাইয়া। আপনিও এখানে, আসেন আসেন। কি অবস্থা আপনার?'
-'এই তো ভালই। আমি পিক তুলে দিবো নাকি?'
লুনা প্রায় দিয়েই দিচ্ছিল সেলফি স্টিকটা, কিন্তু মৌ হাতটা ধরে ফেলে।
-'শুধু শুধু টাকা দিয়ে সেলফি স্টিক কিনেছি। এটা দিয়েই তুলবো।'
-'ধ্যাত চুপ থাক তো। ও আচ্ছা ভাইয়া আপনাকে পরিচয় করিয়ে দেই, এটা হচ্ছে মৃন্ময় আমাদের বন্ধু।'
মৃন্ময় মুখে মৃদু হাসি নিয়ে উঠে গিয়ে হ্যান্ডশেক করে।
এবার মৃন্ময়ের উদ্দেশ্যে বলল,
-'আর ইনি হচ্ছে মৌয়ের.....'সাথে সাথে মৌ একটু রাগি চেহারায় তাকালো তার দিকে।
-'এক্স ফিয়ন্সে।'
মৌ চেয়েও তাকে আটকাতে পারলো না।
মৃন্ময় একটু অবাক হয়ে বলল,
-'এক্স? আবার ফিয়ন্সে?'ইশান বলল,
-'ওই আমাদের বাসা থেকে আরকি বিয়ে ঠিক হয়েছিল। এখন স্থগিত আছে তাই মজা করে এর নাম দিয়েছে এক্স ফিয়ন্সে।'মৌ রাগ হয়ে তাকিয়ে বলল,
-'স্থগিত মানে?'
ইশান বলেনি যে ওদের বিয়ে ভেঙে গেছে। ইশানের এমন কথায় লুনাও অবাক হয়।
YOU ARE READING
এক্স ফিয়ন্সের বিয়েতে
Romanceবিয়ের জন্য বাড়ি থেকে তাড়া খেলেও মৌও জেদ করে অনেক যাচাই-বাছাই করে। অনেক প্রস্তাব আসলেও কাওকেই তার ভালো লাগেনা। যতই দিন যায়, বর খোঁজা নিয়ে তার মধ্যে একটা অপ্রিয়ময় অনুভুতি জেগে উঠে। অবশেষে একজনের, শুধু একজনকে তার মোটামুটি ভালো লেগে যায়, বাসায়ও সব ফাইন...