ভেষজ উপকরণ সংগ্রহ করতে যাওয়ার পর ওয়ে ওয়ে বৃষ্টির দলের ঐ তিন সদস্যকে ওর মন থেকে তাড়িয়ে দিলো। কিন্তু একটা ব্যাপারে ও খুব কৌতূহলী, তাই সংগ্রহের কাজ করতে করতে ও মিষ্টি হাসিকে জিজ্ঞেস করেঃ "তুমি কি করে জানলে যে ও একটা চলমান কাজের মধ্যে আছে?"
"আমি বিকেলে একবার অনলাইনে গিয়ে দেখি ও পৃথিবীর চ্যানেলে সাত ধরনের পালক চেয়ে পোস্ট করেছে।"
মিষ্টি হাসি ওয়ে ওয়েকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলে। মিষ্টি হাসি 'শয়তানের রক্তে শপথ'কে একটা কাজের ধাপ পার হওয়ার জন্য পৃথিবীর চ্যানেলে সাত ধরনের পালক চেয়ে পোস্ট করতে দেখেছে। এভাবে মিষ্টি হাসি জানতে পারে যে 'শয়তানের রক্তে শপথ' একটা চলমান কাজের মধ্যে আছে।
ওয়ে ওয়ের একটু ধাঁধার মতো লাগছে; সাত ধরনের পালক চাওয়ার সাথে 'চলমান' কাজের কী সম্পর্ক?
"কয়েকটা কাজ আছে যেখানে পালক সংগ্রহ করতে হয়।"
মিষ্টি হাসিঃ "উম্, কিন্তু প্রত্যেকটা কাজের পার্শ্ব চরিত্রগুলো আলাদা হয়। পালক সংগ্রহের কাজটা ৩৬তম ধাপে। আমি ৩৬তম ধাপের পার্শ্ব চরিত্রে গিয়ে কিছুক্ষণ পরই ওর দেখা পাই।"
তার উপাসনা করা ছাড়া ওয়ে ওয়ে আর কিছু ভাবতে পারছিলো না। ও, ও, ও আসলেই মনে রেখেছে এটা কোন ধাপে ছিলো! ও সত্যিই প্রত্যেকটা স্টেজের পার্শ্ব চরিত্রগুলো মনে রেখেছে! ওর স্মৃতিশক্তি এতো বিস্ময়কর বিশ্বাস করতে কষ্ট হয়! ওয়ে ওয়ের কাঁদতে ইচ্ছে করে যখন ওর মনে পরে যে ও ইংরেজি শব্দ মুখস্থ করায় এখনো 'P' অক্ষরেই রয়েছে, ও খুব কষ্টে তার প্রশংসা করেঃ "তোমার স্মৃতিশক্তি সত্যিই দারুন।"
ওয়ে ওয়ে হঠাতই বুঝতে পারে যে গ্রেট মাস্টার বিকেলে 'শয়তানের রক্তে শপথ'কে দেখার সাথে সাথেই ধরেনি; সে সময় বুঝে রাত পর্যন্ত স্বর্গীয় পর্বতের তুষার অববাহিকায় অপেক্ষা করে...
তার গণনা আর পরিকল্পনা করার দক্ষতা অত্যন্ত চমকপ্রদ...চরম >_<
নিজের অজান্তেই ওয়ে ওয়ের 'স্বপ্নের সমুদ্রযাত্রা' গেমে সময় অতিবাহিত করাটা বেড়ে গেছে।
YOU ARE READING
Mridu Hashitei Mugdho (মৃদু হাসিতেই মুগ্ধ)
Roman d'amourকোন বিষয়টি প্রথম দেখায় ছেলেদেরকে মেয়েদের প্রেমে পড়তে বাধ্য করে? সৌন্দর্য? দীপ্তি? নাকি সম্পত্তি? না, ক্যাম্পাসের সবচেয়ে সুদর্শন ছেলে এবং দক্ষ গেমার শাওনাই যখন প্রথমবার বে ওয়ে ওয়েকে দেখেছিলো, ও কিন্তু মেয়েটির অসাধারন সৌন্দর্যের প্রেমে পড়েনি, পড়েছিলো...