#প্রতিচ্ছবি ২
লেখা :নীলা মনি গোস্বামী
পর্ব -২
অন্ধকারে হাতড়ে হাতড়ে সামনের দিকে হেঁটে চলেছি।হঠাৎ মনে হলো পাশ দিয়ে কি যেনো একটা দ্রুত চলে গেলো।থমকে গেলাম।কি ছিলো এটা?? মানুষ? নাকি অন্য কিছু?
অন্ধকারে কিছু দেখতেও পাচ্ছি না।ভয় ভয় করছিলো ভীষন।দুরু দুরু বুকে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম আবার।এবং.....ঠিক তখনি ভীষনভাবে ধাক্কা খেলাম কিছু একটার সাথে। ব্যাথায় কঁকিয়ে উঠলাম আমি।হাত বাড়িয়ে ধরতে চাইলাম সামনের জিনিসটাকে।
নরম -মসৃন-কোমল কিছু একটা হাতে এসে লাগলো।
নড়েচড়ে উঠলো ওটা।
এবং.....ইলেকট্রিসিটি চলে এলো তখনি।আলোকিত হয়ে উঠলো চারপাশ।একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম।আস্ত একটা জ্বলজ্যান্ত মেয়ে দাড়ানো আমার সামনে। কেমন চোখ পিট পিট করে তাকাচ্ছে ।
ঝটকা দিয়ে ওর হাতটা ছেড়ে দিলাম।জাপটে ধরলো মেয়েটা আমাকে। ঠক ঠক করে কাঁপছে মেয়েটা। টের পেলাম ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সে। পিঠে হাত বুলিয়ে সান্তনা দিতে লাগলাম।"কি হয়েছে? এভাবে কাঁদছো কেনো আপু?"
"আমি লিসা। ভেবেছিলাম আমি একাই বেঁচে আছি এখানে। ভয় পেয়ে গিয়েছিলাম ভীষন। তোমাকে দেখে কলিজায় পানি ফিরে এলো। জানো আপু.... আমার বড়পু না দেখতে তোমার মতই ছিলো।তোমার বয়সী। আমার চোখের সামনেই মারা গেলো একটু আগে। তারপর ওর লাশটা........."
কথা শেষ করতে পারলো না মেয়েটা।তার আগেই কান্নায় ভেঙ্গে পড়লো সে।
কিছুই মাথায় আসছে না। হঠাৎ কি হলো এমন, যে মারা পড়লো ওর বোন? গায়েব হয়ে গেলো গোটা এলাকার মানুষ? কেমন যেনো গোলমেলে লাগছে সবকিছু।
কিছু একটা বলতে যাচ্ছিলাম.....ঠিক তখনি কোথা থেকে যেনো মৃদু একটা আর্তনাদের শব্দ শোনা গেলো। একটা নারী কন্ঠ। লিসা মেয়েটাও চমকে গেছে।
অবাক হয়ে তাকালাম আমরা একজন আর একজনের দিকে।....... এবং আবারও শুনতে পেলাম সেই আর্তনাদ।এইবার আরও জোরে। স্পষ্টভাবে।কাছে কোথাও। ব্যাথায় কাতরাচ্ছে কেউ। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ক্ষীন একটা পুরুষ কন্ঠও শুনতে পেলাম। সান্তনা দিচ্ছে।
পাশের বাথরুম থেকে ভেসে আসছে শব্দগুলো। সাহস করে পা টিপে টিপে ঢুকে গেলাম ভেতরে। লিসা শক্ত করে আমার হাত ধরে আছে।ভয় পেয়েছে মেয়েটা।
BINABASA MO ANG
প্রতিচ্ছবি ২
Paranormalএ গল্প ত্রপা, রাফি, লিসা আর ইরার।কিংবা দুটো নবজাতক বাচ্চার।এ গল্প জাদুর দুনিয়ার।সেই সঙ্গে পুরো পৃথিবীবাসীরও। বিচিত্র সব অভিজ্ঞতায় ভরপুর গল্প। ।। 🙊