#প্রতিচ্ছবি ২
পর্ব -৯
লেখা : নীলা মনি গোস্বামী
অন্ধকার হয়ে আসছে। ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের নৌকা।
" এবার তাহলে খুলে বলো সব "- উত্তেজিত কন্ঠে বলে উঠলাম আমি।"-হুম.....তাহলে শোন, কি হয়েছিলো সেদিন।।আমাদের রিচ্যাুয়্যালটা কমপ্লিট হওয়ার আগেই ভেঙ্গে গিয়েছিলো আমাদের চক্রটা। যার কারনে বদলে গিয়েছিলো নীরা।আর আমরা দুজন হারিয়ে গিয়েছিলাম আয়নার ভেতর।কোন এক অজানা কারনে তোমার কিছু হয়নি । হয়তো আমাদের মধ্যে সবচেয়ে বেশী শক্তিশালী তুমিই ছিলে একারনে কিছুই হয়নি তোমার।
জাদুর দুনিয়ার দরজাটা সেদিন ঠিকই খুলেছিলো।যার কারনে ফিরে পেয়েছিলাম আমি আমার হারানো শক্তি।ইরা আর তুমিও হয়ে গিয়েছিলে আগের থেকে দ্বিগুন শক্তিশালী কিন্তু তোমার আবেগ বেশী।মনকে নিয়ন্ত্রন করতে পারো না তুমি।একারনে যখন তখন ব্যাবহার করা যায় না তোমার শক্তিগুলো।কেবল চরম বিপদের মূহুর্তেই জেগে ওঠে তোমার ভেতরের অতিমানবীয় সত্তা।
সেদিন হাসপাতালেও একই ব্যাপার ঘটেছিলো।লম্পট ডাক্তারের কুদৃষ্টি টের পেয়েছিলো তোমার ভেতরের সত্তাটা।নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে গিয়েছিলে তুমি । ছিড়ে ফেলেছিলে লোহার শেকল।তারপর পালিয়ে এসেছিলে হসপিটাল থেকে।আয়নাটার ভেতর বন্দি ছিলাম আমরা। কিন্তু তোমরা এখানে পা রাখার সাথে সাথেই মুক্ত হয়ে গেছি আমরা।" - একনাগাড়ে কথাগুলো বলে থামলো রাফি।
- " কিন্তু, এখানে পা রাখার সাথে সাথেই যেহেতু মুক্ত হয়েছো, তাহলে দেখতে পাইনি কেনো তোমাদের??
- অদৃশ্য হয়েছিলাম তখন।পুরোপুরি শক্তি ফিরে আসতে সময় লেগেছিলো। তোমার আশেপাশেই ছিলাম আমরা।ফিস ফিস করে তোমার নাম ধরে ডেকেছিলাম।শুনতে পাওনি তুমি।সাদা পাখির পালক ফেলে ইশারাও দিয়েছিলাম।তবুও বোঝোনি তুমি।
মূহুর্তের মধ্যেই সুরেলা সঙ্গীত,মিষ্টি সুগন্ধ,পাখির পালক আর নাম ধরে ডাকার রহস্য উদ্ধার হয়ে গেলো।।রাফির গায়ের গন্ধ ছিলো ওটা।হেঁসে উঠলাম আমি।
YOU ARE READING
প্রতিচ্ছবি ২
Paranormalএ গল্প ত্রপা, রাফি, লিসা আর ইরার।কিংবা দুটো নবজাতক বাচ্চার।এ গল্প জাদুর দুনিয়ার।সেই সঙ্গে পুরো পৃথিবীবাসীরও। বিচিত্র সব অভিজ্ঞতায় ভরপুর গল্প। ।। 🙊