#প্রতিচ্ছবি ২
পর্ব -৮
লেখা : নীলা মনি গোস্বামীঅনেক সুন্দর হয়ে গেছে ইরা আগের থেকে।গায়ের রঙ, চোখের মনি, দেহের কাঠামো - সব কেমন যেনো বদলে গেছে। অপূর্ব সুন্দরী স্বর্গের অপ্সরা লাগছে ইরাকে।
গভীর আবেগে জড়িয়ে ধরলো আমাকে।চোখে পানি চলে এলো আমার। আবেগী মন আমার।কথায় কথায় পানি চলে আসে চোখে।
- হতচ্ছারী মেয়ে.... এতদিন কোথায় ছিলি তোরা? জানিস.... কত্ত মিস করতাম তোদের? নীরাটাও ছেড়ে চলে গেলো আমাদের।আর ওরা সবাই আমাকে পাগল মনে করে বেঁধে রেখেছিলো ... কিথেকে যে কি হয়ে গেলো ..................
- শান্ত হ। চল আমাদের সাথে।খুলে বলছি তোকে সব কিছু।
- কোথায় যাবো?
কিছু বললো না ইরা।হাত দিয়ে নিচের দিকে ইশারা করে দেখালো। অথৈ সমুদ্র নীচে।সেখানে পানির নিচে ওঁত পেতে বসে আছে ভয়াবহ জলজগুলো।
শিউরে উঠলাম আমি।
- ওখানে কি করে যাবো আমি?? কি বলছিস তুই এসব?? মাথা কি খারাপ হয়ে গেছে??
একযোগে হে উঠলো ইরা আর রাফি।
" তুমি বোধহয় ভুলে গেছো, তুমি একজন উইচ " - হাসতে হাসতে বললো রাফি।
থতমত খেয়ে গেলাম আমি।তাই তো!! একদমই ভুলে গিয়েছিলাম আমি।আমি যে উইচ, সেটাই তো মনে ছিলো না আমার।আমারও তো ডানা ছিলো ওদের মত!! আমিও উড়তে পারতাম একসময়।। এখন নেই কেনো....??
কথাটা মাথায় আমার সাথে সাথেই ম্যাজিকের মত একটা ব্যাপার ঘটলো।কেঁপে উঠলো আমার শরীর।ঘাড়ের কাছ থেকে কোমড় পর্যন্ত সড়সড় করে কি যেনো দৌড়ে চলে গেলো হঠাৎ।হালকা হয়ে যাচ্ছে শরীরটা ধীরে ধীরে
টের পেলাম শার্টের পিঠের দিকের অংশটা সশব্দে ছেঁড়ে গেলো হঠাৎ।........এবং বের হয়ে এলো আমার ডানা।কি সুন্দর দুটো ডানা আমার।চকচকে সোনারী রঙের। আনন্দে লাফিয়ে উঠলাম আমি।বাতাসে ভেসে বেড়াচ্ছি পাখির মত।।
" চলো, তাহলে এবার যাই। " খুশী খুশী গলায় বলে উঠলো রাফি।
- কিন্তু লিসা? সে কিভাবে যাবে??
YOU ARE READING
প্রতিচ্ছবি ২
Paranormalএ গল্প ত্রপা, রাফি, লিসা আর ইরার।কিংবা দুটো নবজাতক বাচ্চার।এ গল্প জাদুর দুনিয়ার।সেই সঙ্গে পুরো পৃথিবীবাসীরও। বিচিত্র সব অভিজ্ঞতায় ভরপুর গল্প। ।। 🙊