ইশিকা তার শাশুড়ির সাথে বসে ক্যারাম খেলছে। অয়নের মা এই ক্যরাম খেলায় খুব পারদর্শী। অয়নও হার মেনে যায়। আর ইশিকা তো একেবারেই ঠিক করে খেলতে পারে না। তাই শাশুড়ির সাথে খেলার পাশাপাশি খেলার বিভিন্ন কৌশলও শিক্ষে নিচ্ছে। একদিন অয়ন গো হারান হারাবে ইশিকা সেই উদ্দেশ্যে। অয়নের মা খেলার মাঝেই এটা সেটা নিয়ে কথা বলছেন। কথা বলছেন বলা ভুল, ইশিকাকে উপদেশ দিচ্ছেন। অয়নের মা বললেন,
"শোন স্বামীগুলো হচ্ছে ক্যারামের এই স্ট্রাইকারের মতো বুঝলি!"
ইশিকা স্ট্রাইকার দিয়ে মারতে মারতে বলল, "স্ট্রাইকার? কি রকম?"
"আঙুলের টোকা দিয়ে এই গুলোকে ঠেলতে হয়। নাহলে দেখিস না সামনেই আগাবে না। ঠেলে অন্য গুটি এই গর্তের মধ্যে ফেলবি!"
অয়নের মা গুটি ফেলে একগাল হেসে বললেন,
"এই দেখলি কিভাবে ফেললাম!"
অয়নের মায়ের কথা শুনে ইশিকার খুব হাসি পাচ্ছে। শাশুড়ি তার আগে থেকেই ভীষণ মজার মানুষ। তবে তার ছেলেকে যে খুশি রাখবে তার হাতে তিনি স্বর্গ এনে দিতেও দুবার ভাববেন না। ইশিকা হঠাৎ বলল,
"মা মা তোমার ফোন বাজছে!"
"ওহ দাড়া দেখছি।"
অয়নের মা ফোন ধরলেন। ফোনে কথা বলার সময় তাকে দেখতে খুব বিরক্ত লাগছিল ইশিকার। ওপাশ থেকে কি বলছে কি কথা হচ্ছে ইশিকা বুঝতে পারছে না। শুধু এইটুকু বুঝলো যে বিয়ে বিষয়ক কিছু। অয়নের মা ফোন রেখেই গোমড়া মুখ করে বসে রইলো। ইশিকা বলল,
"কি হয়েছে মা? কার ফোন ছিল?"
অয়নের মা মুখ ভার করে বললেন,
"সব প্ল্যান মাটি করে দিল ধ্যাত!"
"কিসের প্ল্যান?"
"কত সুন্দর করে আমি আর তোর বাবা প্ল্যান করছিলাম পার্টির। কি কি করবো, কাকে কাকে ইনভাইট করবো, খাবারের মেন্যু কি হবে, ডেকোরেশন কিভাবে কি হবে। সব প্রায় ঠিকও করে ফেলেছিলাম শুধু প্র্যাকটিক্যালি করাটাই বাকি ছিল। এখন সব গেলো জলে।"
"আমি বুঝতে পারছি না মা কিছুই। কিসের পার্টি? কিসের প্ল্যানিং?"
YOU ARE READING
ভালোবাসার অপরাধী (সম্পুর্ণ)
Romanceছাদের রেলিং এর সামনে দাঁড়িয়ে আছে ইশিকা। অগ্রহায়ণের বাতাস অনুভব করছে। হঠাৎ চোখ পড়ল সামনের ছাদের দিকে। মনের অনুভূতিটা যেন নড়াচড়া দিয়ে উঠল। চোখটা বন্ধ করে জোরে নিঃস্বাস নিল। এক দৌড়ে ছুটে এল নিজের ঘরে।