যমপুরী

3 2 0
                                    


শপথ করে বলছি মোরা মৃত্যু ভয় করব না আর করব না।

যমের কাছে হার মানব না আর মানব না।

লড়ছি মোরা, লড়ব আরও শক্ত হাতে ধরেছি মারণ রোগের বিরুদ্ধে এবার কোমর বেঁধে আমরাও আছি হার মানব না আর মানব না।

ভাবছিস তোরা আমরা বড়ই দুর্বল। আছি মোরা ১০০ কোটি। শক্ত হাতে লড়তে জানি ভাবছিস তোরা, জিতে যাবি?

দল বেঁধে আমরাও লড়তে জানি হার মানব না, আর মানব না।

Poetry Donde viven las historias. Descúbrelo ahora