পর্বতারোহী

3 1 0
                                    


তোমরা ভাবছ আমি মরিয়াছি তোমাদের কাছে আমি দৈহিক মৃত।
আমি যে পথে আসিয়াছি মৃত্যু নিশ্চিত জানিয়াই আসিয়াছি।
প্রকৃতির তুষাড় ঝড় আমাকে গ্রাস করিয়াছে।
মৃত্যুর মুখোমুখি আসিয়া মনে হইয়াছে আমি পারিয়াছি।
অমরত্বের পথে পা বাড়াতে।
মায়ের কোল স্বরূপ পাহাড়ের কোলে মাথা রাখিয়া চির অমর হইয়া রইলাম।
চিরশায়িত হইয়া থাকিলাম।
শত সহস্র বছর পরেও চির নবীন, অক্ষত থাকিব আমার মতো কোন ভাগ্যবান পর্বতারোহীর অপেক্ষায় রইলাম।
যে আমাকে নতুন করে আবিষ্কার করিবে নতুন ইতিহাস খুঁজিয়া পাইবে।

Has llegado al final de las partes publicadas.

⏰ Última actualización: Oct 23 ⏰

¡Añade esta historia a tu biblioteca para recibir notificaciones sobre nuevas partes!

Poetry Donde viven las historias. Descúbrelo ahora