নিম্ন মধ্যবিত্ত, কষ্ট, দুঃখ, দিন, সময় এই শব্দগুলোর সাথে আমরা সবাই পরিচিত। জীবনের গল্পতে নানা রূপে, নানা আকারে, নানা ভঙ্গিতে ব্যবহৃত হয় এই শব্দগুলো। প্রশ্নের শেষ থাকে না, উত্তর খোঁজার সময় থাকে না, কষ্টের সীমা থাকে না, সময় অতিবাহিত হয় না, জীবন পাল্টায় না। বৈচিত্র্যময় জীবনে বৈচিত্রের শেষ থাকে না। প্রতিটি দরজা কে মনে হয় রহস্যময়। জীবনের কাছে প্রশ্ন থেকেই যায়। জীবনের দৌড়ে অংশ নেয় বৃহৎ শহরের ক্ষুদ্র বালক। জীবনের অধ্যায় হয়ে ওঠে জটিল। সাজিয়ে নেয় নিজের মত এই অভিশপ্ত শহরকে সত্য, মিথ্যা, ভবিষ্যৎ, বর্তমান, অতীত, বাস্তব ও অবাস্তব দ্বারা। মিলাতে শুরু করে নিজের মাধ্যমে নিম্ন মধ্যবিত্তদের অংকটা। বুঝতে শুরু করে কেনই বা তারা সমাজের বোঝা? যাদের মাথার উপর পা রেখে টিকে আছে সমাজ। তারা কি পায়ের নিচে থাকারই যোগ্য? না স্বপ্ন দেখার অধিকার তাদেরও আছে | উচ্চবৃত্তরা যখন সমাজকে ভক্ষণ করতে প্রস্তুত। তখন সমাজ কাকে ঢাল হিসাবে ব্যবহার করছে। গন্ধ যখন ছড়াচ্ছে তখন আরো ছড়াক। ক্ষুদ্র শহরের বালকরাও দেখতে শুরু করুক স্বপ্ন। পিছে পড়ে থাকবে না কোন নিম্ন মধ্যবিত্তদের কাহিনী। কলম ধরবে ও রচনা করবে সেই শোষণ নিপীড়নের বর্ণনা এবং নিজের স্মৃতি। যার সাক্ষী থাকবে আপনি স্বয়ং।
![](https://img.wattpad.com/cover/366733621-288-k914856.jpg)
YOU ARE READING
সত্য দিনের অপেক্ষায়
Non-Fictionসোমবার সকাল বেলা ঠিক ছয়টা বাজে। মোবাইলে দেওয়া এলার্ম এর শব্দে চারদিকের মানুষের ঘুম হারাম কিন্তু যার জন্য এলার্ম তার কোন খবর নেই। মা এসে বলল ওই মতিউর উঠবে না নামাজের সময় শেষের দিকে, তোর তো আজ কলেজ ও আছে যাবি না। মতিউর বলল মা আর মাত্র পাঁচটা মিনিট...