সুতা ধরে টান দিলে আসল জায়গায় এসে আপনি পৌঁছাবেন এক না একসময়। কিন্তু জীবনের সুতা কি এতই ছোট? মতিউরের মতো নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ছেলেদের সুতা হয়তো সারা জীবনই টানা লাগে। মতিউরের মতে আপনি কোন সময় ইতিহাসকে চাপা দিয়ে রাখতে পারবেন না। কারণ আপনি ভুলে গেছেন ইতিহাসও তো অতীত। ইতিহাসের প্রতিটি পাতায় লেখা আছে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর কথা। আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা ছিনিয়ে আনা রক্ষা থেকে শুরু করে ধ্বংস করা, পথের এই জীবকে পথের হত্যা করা, রাজা ও ফকিরের নির্ণয় সবকিছুর পিছনে ছিল নিম্ন মধ্যবিত্ত শ্রেণী। যারা পরকে করে আপন এবং আপনকে করে পর হয়তো তারাই নিম্ন মধ্যবিত্ত শ্রেণী। স্বার্থ থাকে যাদের সবার ঊর্ধ্বে। কারণ তারা ভুলতে পারে না এই মিথ্যা ও অভিশপ্ত শহরের প্রতিদিনের ইতিহাস। যাদের চোখে থাকে ভবিষ্যৎ কিন্তু মনে লালন করে অতীতকে আর বর্তমান তো চলছেই। জীবনের প্রতিটি দিন যেন খোদাই হয়ে থাকে তাদের অন্তরের স্বর্ণাক্ষরে।
পৃষ্ঠা - ৬৭
কিন্তু জীবন ও কি কম? প্রতিদিনের নতুন নতুন উপহার তৈরি করে রাখে তাদের জন্য। ইংরেজিতে যাকে আমরা বলি surprise। উপহারগুলো কিন্তু মিথ্যা নয়। কারণ তারা জানে আগামীকাল অপেক্ষা করবে মিথ্যা একটি দিন। তাই তাদের কাছে এখন এই মিথ্যাটাকেই সত্য মনে হয়। হয়তো কোন একদিন এই জীবন সত্য, মিথ্যা, বর্তমান, অতীত ও ভবিষ্যৎ থেকে নিম্ন মধ্যবিত্তদের মাফ করে দিবে। কিন্তু প্রশ্ন তো থেকেই যায়। সেই মাফটা জীবন আপনাকে কোন সময় করবে মৃত্যুর আগে? নাকি পরে।
পৃষ্ঠা - ৬৮
BINABASA MO ANG
সত্য দিনের অপেক্ষায়
Non-Fictionসোমবার সকাল বেলা ঠিক ছয়টা বাজে। মোবাইলে দেওয়া এলার্ম এর শব্দে চারদিকের মানুষের ঘুম হারাম কিন্তু যার জন্য এলার্ম তার কোন খবর নেই। মা এসে বলল ওই মতিউর উঠবে না নামাজের সময় শেষের দিকে, তোর তো আজ কলেজ ও আছে যাবি না। মতিউর বলল মা আর মাত্র পাঁচটা মিনিট...