মন খারাপের কারণ জানা নাই

451 50 12
                                    

আজ আমার মন খারাপের কারণ জানা নাই।

যাকে খুশি যদি বলি ভালবাসি,
কেউ বারণ করার নাই।

তবু কেন যেন তার কারণ জানা নাই।

আজ
জানালা দিয়েছি ভিড়িয়ে,
কারো দৃষ্টিকে যাবো এড়িয়ে,
বিরক্তিকর কাকেদের কোনো দেখা নাই
ও বাড়ির ভুলো মেয়েটাও কথা রাখে নাই।

এও কি কোনো কারণ হতে পারে না?

জানি,
আমি বন্দী নইতো কোন দৃশ্যের,
আমি প্রেমিক সমগ্র বিশ্বের।

আমি উড়ে যাবো সোজা শুন্যে,
ফিরে আসবোনা কারো জন্যে,
তবে কতটা শুন্যতাকে ঘিরে,
নাড়ি টান খেয়ে যাবে ছিড়ে,
হিসেবটা থাক অস্পৃশ্যের।

আর যতখানি আছে সুখ, দু:খ সামান্য এইটুক,
কেউ হরণ করার নাই,

আজ আমার মন খারাপের কারনও জানা নাই।

আর ঔ দিকটায় কিছু চড়ুই বসত জানোতো?
নদীটার সাদা পাড়টায়, ঔ কড়ই গাছের ঝাড়টায়,
আজ পাখিদের মেলা বসেনি,

আর আধো ভিজে ঔ নদীতে, কিছু চুল খুলে বসা বেদীতে,
ও গাঁয়ের মেয়েদের কেউই আসেনি।

এও কি কোনো কারন হতে পারে না?

শেষে বেড়িয়ে পরেছি রাস্তায়,
কিছু আবেগ পেয়েছি সস্তায়..

ঔ মরা গাছটার তলে, কিছু অশ্রু ফেলেছি জলে..
এ বিরহের উৎস যে বোঝা দায়,

আজ আমার মন খারাপের কোনো কারন জানা নাই।

ধূসর সোনালী কাব্যে, তুমি ভালোবাসা হয়ে থাকবেWhere stories live. Discover now