তোমার আমার বন্ধন

101 4 3
                                    

খুঁজবে যেদিন আবার তোমায়- আমার তারা রন্ধ্রে...
তখন আমি রইবো বিভোর, তোমার চুলের গন্ধে...
বাইবো নদী তোমার চোখের উদাম ঢেইয়ের সঙ্গে...
ছোঁয়াবো আঙুল তোমার ঠোঁটে- হাটবে আপন ঢঙ্গে!

একটু করে ছোঁয়াবো তোমায়, আমার হৃদ-স্পন্দন-
মিলবে আমার হারানো পাঁজর, ছুটবে বুকে কম্পন!
টুটবে কপাট মরচে ধরা, ঘুচবে বৃথা ক্রন্দন!
একটু করে জুড়বো আমি, তোমার আমার বন্ধন।

হয়তো কভু হতাশ হয়ে নাটাইটা আর উড়বেনা-
হয়তো আমার ছন্দ জোড়া তোমার হৃদয় ভরবেনা!
হয়তো আমার গানের সুরে-কাঁচের দেয়াল ভাঙবেনা
শূন্যলোকে উড়িয়ে দেয়া- পায়রা ঘরে ফিরবেনা!

ভাঙা খাঁচা রইবে পড়ে, রইবো আমি শূন্য ঘরে,
পাঁজর আমার থাকবে ফাঁকা, শুধুই তুমি রইবেনা!
হয়তো কোনো কার্নিভালে, আবার কভু দেখা হলে-
তোমার চোখে আমার আঁকা- একটু অশ্রু বইবেনা!
......
হাজার খানেক বছর পরে
চাদর গায়ে সাগর পাড়ে,
আবার মোরা আসবো-

অন্ধকারে বইবে বাতাস,
নিভবে বাতি ধূসর আকাশ
দুজন ভালোবাসবো!

হাসবে তুমি, তারার মেলায়-
ভাসবো আমি সুখের ভেলায়
তোমায় চেয়ে থাকবো!

বাঁধন মোদের রাখতে ধরে,
বিধাতাকে আপন করে-
এইতো ভালো থাকবো!

একটু পরে ফুটবে আলো-
রাত পোহাবার গল্পগুলো
-ভেবে ভেবে হাসবো

একটু একটু করে মোরা
আরো কাছে আসবো!

ধূসর সোনালী কাব্যে, তুমি ভালোবাসা হয়ে থাকবেHikayelerin yaşadığı yer. Şimdi keşfedin