পথের দিশা

100 4 2
                                    

সেকাল দাহিলো বহ্নি তাপে,
পাংশু মুখের দীপ্তি আজ....
গাত্র সহসা ছড়িয়ে বিভা
সুপ্ত গিরি দুগ্ধ রাজ...

দস্তাবেজে লিখছে ভাগ্য
শঙ্কা বাজে- আব্রু কই?
থলের তলা শুদ্ধ খোলা..
যাত্রাপথের সঙ্গী কই?

এদিক থেকে তুলছি শস্য,
ওদিকে সব শূণ্য রে...
গোলার কপাট ভাঙছে দস্যু,
কবে হবে পূর্ণ রে...

শূণ্য গোলা,  রিক্ত হাত
আজান হবে এই প্রভাত,
আমি অজ্ঞ- হতভাগ্য
বুঝিনি যে কোনটা বিত্ত,
ঐ তো শুনি,  মধুর ধ্বনি..
খোদার পথেই যাত্রা হোক,
স্রস্টা তোমার সংগে আমার..
ওপারেতেই দেখা হোক।

এইতো আমার পথের দিশা,
খুঁজেছিলাম জৌলসে...
ঊর্মি হয়ে উড়ছে সে তা..
ভিজবো খুশির উল্লাসে...

ধূসর সোনালী কাব্যে, তুমি ভালোবাসা হয়ে থাকবেWhere stories live. Discover now