আমরা আছি আমড়া গাছের ধারে
দক্ষিণে তার দুলছে ছোট্ট নাও,
আমরা বসে ভাঙা নদীর পাড়ে,
কাঁদছে কোথাও একলা ছাগল ছাও।আমরা ছিলাম, ছিলাম না তাও- সেই আমাদের মত,
কেনো তবু তোমার পানে চাই?
জোক্স না বুঝে তাকিয়ে থেকে- হাসছি বোকার মত।
আবার যেন তোমার হতে চাই।দশটি বছর হারিয়ে গেছে,
বদলে গেছে সবি,
ফুরিয়ে গেছে তন্দ্রালোকের
স্রোতস্বিনী নদী।আমরা এখন কেউ কারো নই,
হয়ত অন্য কারো,
আকাশটা নীল আগের মতই
কিংবা একটু গাঢ়।যখন তোমার দীর্ঘ শ্বাসে বাতাস ভারী হলো
হঠাৎ তুমি মুখ ফিরিয়ে নিলে,
কড়ই গাছের শেষ পাতাটাও ঐ তো ঝরে গেলো,
বনের পাখি হারিয়ে গেলো বিলে।যাবার সময় একটু লাগে ছোঁয়া,
জানিনা এর আর কি অর্থ ছিলো।
স্বপ্নগুলি উড়ছে হয়ে ধোঁয়া,
বিদায় দেবার সময় ফিরে এলো।দূর নীলিমার প্রান্তরে আজ বৃষ্টি হতে পারে,
আবহাওয়াবিদের হালকা অনুমান,
একটু কোথাও ঝড় ও হতে পারে
মুছে ফেলুক সকল অভিমান। :)
YOU ARE READING
ধূসর সোনালী কাব্যে, তুমি ভালোবাসা হয়ে থাকবে
Poetry(highest rank #1) কবিতা হয়ে নয়, শব্দগুলি গল্প বলুক, ঐরাবতীর গাঁয়.... গল্প হয়ে নয়, অল্প কিছু শব্দ, বাকি- অলিখিতই প্রায়।