কাকেদের মাঝে কোকিল হয়ে,
গাইছিনা কোনো গান,
প্রতিযোগিতায় লেখাবার মত
নাই কোনো ভালো নাম।আমি তো তোমার নির্ভাবনার
অলস দুপুর ঘেঁষে,
হৃদয়ে বিঁধিয়ে, অন্ত্রে সিঁধিয়ে
কাব্য লিখছি বসে!!অন্দরে তার ভেড়ানো দুয়ার
টোকা দেওয়াই যাচ্ছেনা,
হিমালয় টু মারিয়ানা ট্রেন্স
কোনো নেটওয়ার্ক পাচ্ছেনা।দক্ষিণে তার গোলার্ধ শেষ
উত্তরে কি হিমাদ্র?
পূর্বে কি তার নীলগিরি বা
পশ্চিমে সুখ সমুদ্র?কোথায় গিয়ে খুঁজবো তাকে,
আসবে কবে বসন্ত,
হাটবো দুজন বৃন্দাবনে
হৃদয় আজো অশান্ত।জানিনা তুমি সত্যি কি না-
মিছে অলীক কল্পনা,
তবু যে তুমি আমার হবে,
মিথ্যে কোনো গল্প না।
CZYTASZ
ধূসর সোনালী কাব্যে, তুমি ভালোবাসা হয়ে থাকবে
Poezja(highest rank #1) কবিতা হয়ে নয়, শব্দগুলি গল্প বলুক, ঐরাবতীর গাঁয়.... গল্প হয়ে নয়, অল্প কিছু শব্দ, বাকি- অলিখিতই প্রায়।