ভোমরা

40 3 4
                                    



একদা রমনী এসে, একেলা ছাদেতে বসে,
একা একা কত কি যে ভাবিতো,
বিকাল গড়িয়া তবে, আসিতো সন্ধ্যা যবে,
ভোমরের সাথে কথা কহিতো..

ভোমর আসিতো যখন, আনন্দে হাসিয়া তখন,
কি জানি কি চুপিসারে বলিত
কখনো হাসিতো সেথা, কিসে যে পাইয়া ব্যাথা,
থেমে থেমে দীর্ঘশ্বাস ফেলিত

ভোমরা শোনো মোরে, কইয়ো তুমি তারে,
এমনো গীত তুমি গাইয়ো না!
আমারে ভাসাইয়া হেথা, সাগরে ছুটিয়া সেথা,
এমনো তরী তুমি বাইয়ো না!

সন্ধ্যা নামিলে পাছে, আমারে টানিয়া কাছে,
এমনো করিয়া তুমি চাইয়ো না!
আসিও খোয়াবে মোর, হইবে যবে ভোর,
আমারে ফেলিয়া তুমি যাইয়ো না!

কত যে চাহিয়া পথ, কোথায় হারাইয়া রথ,
কিছুতে না ঘরে তুমি ফিরিলে,
পথচারী এলো যত, ছিনিতে চাহিতো তত,
কেন তুমি আমারে না ঘিরিলে?

কাঁদিয়া গড়াইলো জল, সেথা ফুটিলো শতদল,
আমারফুল তুমি ছুইয়ো না!
কাজল লেপিছে গালে, আমারই বিরহ কালে,
কিছুতে সে দাগ তুমি ধুইয়ো না!

আমারে দিও আনি, উজান ডাঙার পানি,
শিশিরের সাথে মিশে নাইমো,
আমি তো একেলা ছাদে, বসিয়া থাকিবো প্রাতে,
কাশফুলের মালা সাথে আইনো।

___/____/____/____
সমাপ্ত
___\___\____\____
২০-০৮-২০২০


ধূসর সোনালী কাব্যে, তুমি ভালোবাসা হয়ে থাকবেWhere stories live. Discover now