অনুভূতির মহাপ্রলয়

293 39 10
                                    

_
___
_________
অনুভূতির মহাপ্রলয়ের নাম বৃষ্টি...
দেখা না দেখার স্বপ্ন মিলিয়ে
ছড়িয়ে দাও সে দৃষ্টি...
.
দেখেছ কি প্রিয়ার নেত্র গহিনে..
ন্যায় অন্যায় দাবি..
চাহনীতে তার, কি ছিল যে আর,
ভালোবাসা তার সবি!
.
আমিও আমার ছোট্ট টিলায়েই
দিগন্ত করেছি বিস্তৃত,
স্মৃতি ঘেটে সব, মাটি খুঁড়ে করি
এক ফোঁটা সুখ নিঃসৃত!
.
অথবা সেই যুবকের মত
ভাবছি আমিও বসে...
পৃথিবির বুকে কি চেয়েছি আজ
কি দিয়েছে সে শেষে!!
.
তবু ভাবি আজ স্বপ্ন কুড়াবো
তোমার নদীর পাশে,
চোখে চোখ যদি পড়ে গিয়ে থাকে
দিও- একটুক খানি হেসে..
.
আমি মেঘেদের দিয়ে সে হাসি
ফেরত পাঠাব যমুনায়.... :)

________^______^_______^_____^________

ধূসর সোনালী কাব্যে, তুমি ভালোবাসা হয়ে থাকবেDonde viven las historias. Descúbrelo ahora