আর কি সে ফিরিবে?

49 5 7
                                    

এক পশলা বৃষ্টি হইলো বলিয়া
যে ঘরে ফিরিলো না,
তুমুল ঝড় বহিলে-
আর কি সে ঘরে ফিরিবে?

হুতাশনে দিলে নাড়া নৌকোতে,
কিছুতে ধরিলো না হাত! 
নৌকার পাল উড়িয়া গেলে-
আর কি সে হালখানা ধরিবে?

তবে এই হোক তারে নিয়ে লেখা মোর শেষ গান,
আজি হইতে হইলো সব প্রতীক্ষার অবসান...
আর কখনো খুঁজো না তোমায়,
আমার কোনো কবিতায়,
মুছে দিও অস্তিত্ব আমার ,
তোমার আমার শেষ ছবিটায়।  
___\___\____
০১-জুন-২০২০

ধূসর সোনালী কাব্যে, তুমি ভালোবাসা হয়ে থাকবেحيث تعيش القصص. اكتشف الآن