যদি চলে যেতে হয়, এক আকাশ সম ভালোবাসা কাউকে দিতে না পারার যন্ত্রণা বুকে নিয়ে চলে যাবো আমি-
তারপর ইচ্ছেকৃত, তার জানালা বরাবর নীলচে কোনো তারা হবো আমি।অভিমানের বোঝা হবে আরো অনেক ভারি।
তোমার সাথে তখন আমার জন্মান্তরের আড়ি।
বলছিলে মিছেমিছি, দূরেও যেতে পারি,
তোমার তৈরি দুরুত্বটা হলো চিরস্থায়ী।একদিন তুই কাঁদবি যে খুব- বলবি আমার আয়রে,
বুক ফেঁটে তোর কান্না পেলেও আমি যে আর নাইরে!
কেনো গেলি দূরে যখন, ব্যাকুল তোর জন্য,
চন্দ্র মাটি খুঁড়েও তখন- আর কি পাবি হায়রে!নাই বা পাশে হাটলি আমার, যখন ছিলো দরকার,
আজ আমারি এই ভুবনে আমিই আমার সরকার,
শুধু স্থির কোনো যাত্রা পথে অন্ধ হয়ে ছুটছি-
গভীর রাতে ঘুম ভেঙে তোর কান্না হয়ে ফুটছি,ঢাকতে গিয়ে কষ্টটা তোর বুকে দেবে হানা!
আমি তখন স্বর্গে বসে একলা চাবাই চানা!
YOU ARE READING
ধূসর সোনালী কাব্যে, তুমি ভালোবাসা হয়ে থাকবে
Poetry(highest rank #1) কবিতা হয়ে নয়, শব্দগুলি গল্প বলুক, ঐরাবতীর গাঁয়.... গল্প হয়ে নয়, অল্প কিছু শব্দ, বাকি- অলিখিতই প্রায়।