বলেছিলে তুমি পাখি হয়ে দেবে উড়িয়ে
ফিরে এসে যেন তোমাকেই নেই কুড়িয়ে।
জানো কি তুমি
একটু গিয়েছি সবে,
ঢিল মেরে কেউ ফেলে দিল ঐ পথে।
দিন - বহুদিন গেল পেরিয়ে-
কেউ আসেনি সে পথে, দেয়নি পাথর সরিয়ে!সেও আজকের কথা নয়,
যেই পথ ধরে আমি হেটে চলি
সেই পথ ফুরোবার নয়।হয়তো'বা যদি যাই ফিরে, তুমি প্রাসাদ দেবে গড়িয়ে
পথ থেকে তুলে নিয়েছিলো যে, নিলো অন্য শিকলে জড়িয়ে।কি করে বোঝাই, কত অপারগ,
এ শিকল ছেঁড়া যায়?
বৃত্তের মাঝে মাথা কুটে মরি,
নারী হওয়া বড় দায়!!!
.
.
ShAwOnEriC
^-//
YOU ARE READING
ধূসর সোনালী কাব্যে, তুমি ভালোবাসা হয়ে থাকবে
Poetry(highest rank #1) কবিতা হয়ে নয়, শব্দগুলি গল্প বলুক, ঐরাবতীর গাঁয়.... গল্প হয়ে নয়, অল্প কিছু শব্দ, বাকি- অলিখিতই প্রায়।