একদা কাটিয়া গেলো ঘোর,
কখন পালিয়েছে সে প্রহর...
অস্তিত্বের সংকটে দিশা,কোটরে অক্ষি, নেই প্রাণ-
ভেতরে স্বপ্নের অবসান..
আজ শুধুই আঁধারের নিশা!হয়ত কোনো এক ভোরে..
বলবে একটু দুঃখ করে,
কত না স্মৃতি আছে মেশা...ভাসিয়ে বেদনার তরী,
যদি না সাগরে ডুবে মরি...
থামবে কি শিকারের নেশা!
YOU ARE READING
ধূসর সোনালী কাব্যে, তুমি ভালোবাসা হয়ে থাকবে
Poetry(highest rank #1) কবিতা হয়ে নয়, শব্দগুলি গল্প বলুক, ঐরাবতীর গাঁয়.... গল্প হয়ে নয়, অল্প কিছু শব্দ, বাকি- অলিখিতই প্রায়।