পরী কই তুমি এহন,
একটু কাছে আইসা বসো,
তোমারে একটু দুই চোখ ভইরা চাই,
দুই দন্ড গল্প করি, সুখ দুখের কথা কই,
একটু আধটু বাক বিতন্ড হইলেও হইতে পারে। তাই বইলা তুমি দূরে চইলা যাইওনা যেন...
কই আছিলা তুমি এতো কাল?
তোমার অপেক্ষায় অপেক্ষায় আকাশের সব তারা গোনা শেষ,
কত বট বৃক্ষের গোড়ায় বইসা তার সব পাতা গোণা শেষ..
যেই পক্ষীগুলানরে পাঠাইছি তোমার সন্ধানে..
হেরা সকলি নিরুদ্দেশ।
কই কই না খুঁইজা বেড়াইছি তোমারে পরী...
কত প্রার্থনা , কত প্রতীক্ষা,
কত অনুভূতির ঝড়ে হ্রদয় অস্থিরন্তর,
কত কাঁটার আঘাতে চেতনা প্রলয়ঙ্কর,
কত মোনাজাত, কত ঘাত-প্রতিঘাত,
কত রাত নির্ঘুম, তোমারে ভাইবা ভাইবা
কত গল্প, কত গান, কত প্রেম, কত টান...
তোমার জন্য যা যা জমায়া রাখছি,
ভুল ভাল স্রোতে কত ভাইসা যাইতে চাইছে...
আমি সববব আঁকড়ায় ধইরা রাখছি,মরুভূমির বুকে খুঁজতে খুঁজতে
কত তৃষ্ণায়, কত ক্ষুধায় প্রাণ বাহির হইতে চাইছে,
তবু উপোস হইয়াই থাকছি,
কত মরিচীকায়, কত প্রলোভনে
সকলি কাড়িয়া লইতে চাইছে,
তোমার লাইগা আজো আমি জমা কইরা রাখছি।
পরী? পরী.... কই তুমি এহন?
YOU ARE READING
ধূসর সোনালী কাব্যে, তুমি ভালোবাসা হয়ে থাকবে
Poetry(highest rank #1) কবিতা হয়ে নয়, শব্দগুলি গল্প বলুক, ঐরাবতীর গাঁয়.... গল্প হয়ে নয়, অল্প কিছু শব্দ, বাকি- অলিখিতই প্রায়।