অস্পৃশ্যের দাম্ভিকতা

227 42 9
                                    


____ ‪

()~ ওরা কেউ বুঝেনি কি বলি আমি
()~ কেউ পড়েনি কি ছিল লেখায়
()~ হেসেছিল আমার প্রলাপ ও বিষে
()~ মিশে গিয়ে আমার দিগন্ত রেখায়

()~ হয়ত কিছুটা মিটিয়েছ আজ দেনা
()~ সুখী যেন হতে পারো, চেয়ে গেছো ক্ষমা
()~ আজো যদি বেঁচে থাকি- কিছু ঘৃণা আঁকড়ে
()~ কেড়ে নিলে তাও, খুঁজে নাহি পাই- কিছু হাতড়ে।

()~ চেয়ে দেখো নীল সাগরের পানি তপ্ত
()~ কত বেদনার অশ্রু-তে লবনাক্ত
()~ কত জমা বুকে ঢেউ, তবু আজ অমলিন
()~ তীরে হেসে খেলে কেউ, পাড়ি দিয়ে অবনিল

()~ দূরে বহুদুরে আসমান মিশে নিলিমায়
()~ দেখো, সাগরের জলে ছায়া, তবু চাঁদ আলোময়
()~ দেখো ঈশ্বর আজ তোমার দুয়ারে দাড়িয়ে,
()~ মাথা নত এক যুবকের দেহ মাড়িয়ে...

()~ আমি পথহারা তবু একটুকু চাই শান্তি
()~ মুছে দাও যত রেখা জমে আছে ক্লান্তি'র।।

.
.
.
[ফ্রেন্ডস, :D
ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কেমন? আর ভোট দিতে ভুলবেননা একদম!
হাহা :D ]

ধূসর সোনালী কাব্যে, তুমি ভালোবাসা হয়ে থাকবেWhere stories live. Discover now