না না সে মোটেও আমি নই

86 7 4
                                    

প্রেয়সী
ধরতে দেয়নি বলে হাত-
কাটাবো বিরহে এ রাত??
না না সে যুবক আমি নই।

পাইনি এ ভবেতে তবে-
কুমারই মরতে হবে??
না না সে সাধুও আমি নই।

এসেছো দেখতে তবে
তোমারই বিরহে ভবে
এ হৃদয় কতখানি পুড়েছে?
আমারো হৃদয়ে ক্ষতে-
তোমারই ফলানো ক্ষেতে
চাষীগুলি কত আগে মরেছে!

তাহারই জমানো স্মৃতি-
কাগজে বাঁধানো রীতি
ইঁদুরেরা কবে কেটে দিয়েছে!
জমানো টুকরোগুলোয়, লুকোনো দুঃখগুলোয়
তেলাপোকা হিসু করে গিয়েছে!

লজ্জা শরমও ভুলি,
তাহাকে ফিরতে বলি!
উহু- সে যুবক আমি নই!
খোয়াবে দেখেছি যারে...
হৃদয়ে বাঁধিবো তারে,
না না- কিছুতে সে যুবতী তুমি নও।

___
________
সমাপ্ত
vote it if you like it
:)

ধূসর সোনালী কাব্যে, তুমি ভালোবাসা হয়ে থাকবেOù les histoires vivent. Découvrez maintenant